হোম > রাজনীতি > বিএনপি

বিএনপির আনুষ্ঠানিক নির্বাচনি প্রচার শুরু হচ্ছে আজ

সিলেটে মাজার জিয়ারত করলেন তারেক রহমান

স্টাফ রিপোর্টার ও সিলেট ব্যুরো

নির্বাচনি প্রচারে অংশ নিতে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বর্তমানে সিলেটে অবস্থান করছেন। আজ বৃহস্পতিবার বেলা ১১টায় সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে জনসভায় বক্তব্য দেওয়ার মধ্য দিয়ে তিনি ত্রয়োদশ সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার কার্যক্রম শুরু করবেন। এর আগে স্থানীয় একটি হোটেলে তরুণদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি।

এদিকে নির্বাচনি প্রচারণায় অংশ নিতে গতকাল বুধবার রাতে সস্ত্রীক সিলেট পৌঁছান তারেক রহমান। সেখানে হজরত শাহজালাল ও শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করেন তারা। সফরকালে দীর্ঘ ২১ বছর পর সিলেটে শ্বশুরবাড়িতে বেড়াতে যান তারেক রহমান।

গতকাল ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে আনুষ্ঠানিক নির্বাচনি প্রচারণা। দলের রেওয়াজ মেনে বিএনপি চেয়ারম্যান সিলেট থেকেই দলীয় প্রচার কাযক্রম শুরু করছেন। এরই অংশ হিসেবে গতকাল সিলেটের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন তিনি। এ সফরে তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান ছাড়াও বিএনপির বেশ কয়েকজন শীর্ষনেতা রয়েছেন। তারা হচ্ছেনÑদলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, তারেক রহমানের একান্ত সচিব আব্দুস সাত্তার, প্রধান নিরাপত্তা কর্মকর্তা একেএম শামসুল ইসলাম, প্রেস সচিব সালেহ শিবলী প্রমুখ।

বর্ণিল সাজে সিলেট নগরী

এদিকে দীর্ঘ ২১ বছর পর তারেক রহমানের সিলেট আগমনকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে বিপুল উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। বিএনপি চেয়ারম্যানের প্রথম সফর ঘিরে পুরো নগরী সেজেছে বর্ণিল সাজে। আজ চৌহাট্টাসংলগ্ন ঐতিহাসিক সরকারি আলিয়া মাদরাসা মাঠের জনসভা ঘিরে সাজ সাজ রব বিরাজ করছে। ব্যানার-ফেস্টুনে ছেয়ে গেছে আশপাশের এলাকা। প্রধান সড়ক ও সড়কদ্বীপেও লাগানো হয়েছে দলীয় প্রার্থীদের রঙিন ব্যানার। মাঠে জনসভার জন্য নির্মাণ করা হয়েছে বিশাল মঞ্চ।

এদিকে তারেক রহমানের সিলেট সফর ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে ছয় স্তরের নিরাপত্তাব্যবস্থা। এ বিষয়ে সিলেট মহানগর পুলিশের এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, এটি মূলত বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি। সিলেট মহানগর এলাকার কর্মসূচির কারণে এর যথাযথ নিরাপত্তা দেওয়াও আমাদের দায়িত্ব। দক্ষিণ সুরমার সিলামে নিরাপত্তার সব প্রস্তুতি নেওয়া হয়।

সিলেট পৌঁছে হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করেন তারেক রহমান। গতকাল রাত ৯টা ২০ মিনিটে শাহজালালের মাজারে পৌঁছান তিনি। সেখানে তিনি মাজার জিয়ারত ও নামাজ আদায় করেন। একই সঙ্গে তিনি সেখানকার কবরস্থানে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এমএজি ওসমানীর কবরও জিয়ারত করেন। পরে খাদিমনগরে শাহপরানের মাজার জিয়ারত করেন। শাহপরানের মাজার জিয়ারত শেষে তিনি সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নের বিরাইমপুর গ্রামে স্ত্রী ডা. জোবাইদা রহমানের পৈতৃক বাড়িতে যান। এর মধ্য দিয়ে দীর্ঘ ২১ বছর পর শ্বশুরবাড়িতে গেলেন তারেক রহমান। সর্বশেষ ২০০৪ সালে তিনি সেখানে গিয়েছিলেন। জামাইকে বরণ করতে শ্বশুরবাড়িতেও নেওয়া হয়েছিল বিশেষ প্রস্তুতি। সিলামের বিরাইমপুর গ্রামের পুরো বাড়িটি সাজিয়ে তোলা হয়েছিল জামাইকে বরণের আদলে। শ্বশুরবাড়ি পৌঁছে তারেক রহমান জোবাইদার পরিবারের মরহুম সদস্যদের কবর জিয়ারত করেন। পরে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও জোবাইদার পরিবারের মরহুম সদস্যদের স্মরণে মিলাদ মাহফিলে অংশ নেন। তার সফরসঙ্গীসহ দলীয় নেতাকর্মী ও এলাকার লোকজনের জন্য খাবার পরিবেশন করা হয়। প্রায় ১২ হাজার মানুষের জন্য ৪০ পাতিল ‘আখনি বিরিয়ানি’ রান্না করা হয়।

জানা গেছে, সিলেটে অবস্থানকালে তারেক রহমান ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পাশে অবস্থিত পাঁচতারকা গ্র্যান্ড সিলেট হোটেল অ্যান্ড রিসোর্টে অবস্থান করছেন।

দলীয় সূত্রে জানা গেছে, আজ সকাল ১০টায় গ্র্যান্ড সিলেট হোটেল অ্যান্ড রিসোর্টে তরুণদের সঙ্গে মতবিনিময় করবেন তারেক রহমান। বেলা ১১টার দিকে নগরের চৌহাট্টা এলাকার সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে অনুষ্ঠিত জনসভায় ভাষণ দেবেন তিনি। এরপর দুপুর ১টায় মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর আইনপুর খেলার মাঠে এবং দুপুর ২টা ৩০ মিনিটে হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার প্রস্তাবিত নতুন উপজেলা পরিষদ মাঠে পৃথক নির্বাচনি সমাবেশে অংশ নেবেন।

বিকাল ৪টায় ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার কুট্টাপাড়া ফুটবল মাঠে এবং বিকাল ৫টায় কিশোরগঞ্জ জেলার ভৈরব স্টেডিয়ামে নির্বাচনি সমাবেশে যোগ দেওয়ার কথা রয়েছে। পরে সন্ধ্যা ৭টায় নরসিংদী পৌর পার্কসংলগ্ন এলাকায় অনুষ্ঠিত সমাবেশে অংশ নেবেন বিএনপির শীর্ষনেতারা। এরপর রাত ৮টা ৩০ মিনিটে নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার ও রূপগঞ্জের গাউছিয়া এলাকায় আয়োজিত নির্বাচনি সমাবেশে যোগ দেবেন তারেক রহমান। দিনব্যাপী কর্মসূচি শেষে রাত ১০টার দিকে তিনি গুলশানের নিজ বাসভবনে ফেরার কথা রয়েছে।

এর আগে গতকাল গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের চেয়ারম্যানের উপদেষ্টা ও নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ড. মাহদী আমীন বলেন, বিএনপি চেয়ারম্যানের নির্বাচনি সফরসঙ্গী হিসেবে থাকবেন ফ্যাসিবাদবিরোধী দীর্ঘ ১৬ বছরের আন্দোলন এবং গণঅভ্যুত্থানের ত্যাগী নেতারা। তিনি জানান, নির্বাচনি সফরকালে মৌলভীবাজার সদর উপজেলার শেরপুরের আইনপুর খেলার মাঠ, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার প্রস্তাবিত উপজেলা মাঠ, ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কুট্টাপাড়া খেলার মাঠ, কিশোরগঞ্জের ভৈরব স্টেডিয়াম, নরসিংদী পৌর এলাকাসংলগ্ন স্থান এবং নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার রূপগঞ্জের গাউছিয়া এলাকায় আয়োজিত সমাবেশে বক্তব্য দেবেন তারেক রহমান।

বিএনপির সূত্রে জানা গেছে, এসব কর্মসূচিতে নির্বাচনি প্রচারাভিযান ও সমাবেশে দেওয়া বক্তব্যে বিএনপি নেতাদের ইতিবাচক রাজনীতির মাধ্যমে সাধারণ মানুষের কাছে যাওয়ার আহ্বান জানানো এবং অপপ্রচারের বিরুদ্ধে সঠিক তথ্য তুলে ধরতে বলা হবে।

সংবাদ সম্মেলনে মাহদী আমীন বলেন, ফ্যাসিবাদবিরোধী ১৬ বছরের দীর্ঘ আন্দোলন এবং গণঅভ্যুত্থানে বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ভূমিকা ছিল অনবদ্য ও অভূতপূর্ব। সে ত্যাগের প্রতি সম্মান জানিয়ে প্রতিটি সফরে ত্যাগী শীর্ষ নেতাদের সফরসঙ্গী হিসেবে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বিএনপি চেয়ারম্যান। তার সঙ্গে যাচ্ছেন আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল, মামুন হাসান, আব্দুল মোনায়েম মুন্না, কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ, ইয়াসিন ফেরদৌস মুরাদ এবং রাকিবুল ইসলাম রাকিবসহ বেশ কয়েকজন তরুণ নেতা।

এদিকে নির্বাচনি প্রচারের শুরুতে গতকাল বুধবার রাত ১২টা ১ মিনিটে অর্থাৎ ২২ জানুয়ারি প্রথম প্রহরে ঢাকার একটি হোটেলে নির্বাচনি ‘থিম সং’ উদ্বোধন করা হয়। এ গানের উদ্বোধন করেন কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব রুহুল কবির রিজভী।

তারেক রহমানের আগমনে উৎসবের নগরী সিলেট, রাত থেকে নেতাকর্মীদের অপেক্ষা

শাহজালালের মাজারে নফল নামাজ আদায় করলেন তারেক রহমান

২১ বছর পর শ্বশুরবাড়ির পথে তারেক রহমান

ঢাকা–১২ আসনের ভোটারদের উদ্দেশে যা বললেন সাইফুল হক

স্বতন্ত্র প্রার্থী সাদিকুর রহমানকে বিএনপি থেকে বহিষ্কার

সিলেটে পৌঁছেছেন তারেক রহমান

বিদ্রোহী ৫৯ প্রার্থীকে বহিষ্কার করল বিএনপি

সিলেটের পথে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান

তারেক রহমানের সঙ্গে ৭ দলের নেতাদের সাক্ষাৎ

বিএনপিতে যোগ দিলেন অধ্যাপক আবু সাইয়িদ