ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ায় নির্বাচনি জনসভায় শরিক প্রার্থীদের নিজ নিজ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
বৃহস্পতিবার রাত পৌনে ১১টায় ব্রাহ্মণবাড়িয়া জেলার কট্টাপাড়া মাঠে আয়োজিত নির্বাচনি জনসভায় তিনি খেজুর গাছ ও মাথাল প্রতীকে ভোট চান।
যুগপৎ আন্দোলনের শরিক দল হিসেবে ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকিকে সমর্থন দিয়েছে বিএনপি। একই সঙ্গে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল–আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহ-সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবীবকে সমর্থন দেওয়া হয়েছে। দুই প্রার্থীই এবার নিজ নিজ দলের প্রতীকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সমাবেশে নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান বলেন, ‘ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি ধানের শীষের ভাই। আমাদের কঠিন সময়ে তারা পাশে ছিলেন। তাই আপনারা মাথাল মার্কায় ভোট দেবেন।’
এরপর তিনি ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের প্রার্থী মাওলানা জুনায়েদ আল হাবীবের জন্য খেজুর গাছ প্রতীকে ভোট চান।
উল্লেখ, ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রচারের প্রথম দিনে সিলেটের ঐতিহাসিক আলিয়া মাদরাসা মাঠে জনসভা দিয়ে প্রচার শুরু করে বিএনপি। সিলেট জনসভা শেষে দলটি মৌলভীবাজার ও হবিগঞ্জে নির্বাচনি সমাবেশ করে। পরে রাত সাড়ে ১০টার পর ব্রাহ্মণবাড়িয়ায় এ জনসমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে ধানের শীষের পাশাপাশি শরিক দলগুলোর প্রার্থীদের নিজস্ব প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান বিএনপি চেয়ারম্যান।