দীর্ঘ ২১ বছর পর শ্বশুরবাড়িতে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সিলেটের দক্ষিণ সুরমার সিলাম ইউনিয়নের পথে রয়েছেন তিনি। কিছুক্ষণের ভেতরে বাড়িতে উপস্থিত হবেন। এখানে আজ রাতে ঐতিহাসিক ‘রাহাত মঞ্জিল চত্বরে’ মিলাদ মাহফিলে অংশ নেবেন তারেক রহমান।
বুধবার রাত সাড়ে ১১টার দিকে তিনি হযরত শাহপরাণ (র.) এর মাজার জিয়ারত শেষে রওনা হন শ্বশুরবাড়ির পথে। সঙ্গে আছেন স্ত্রী জুবাইদা রহমান, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও অন্যান্য নেতৃবৃন্দ।
তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমানের বাবার বাড়ি সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নের বিরাইমপুর গ্রামে। বাড়িটি এলাকায় ‘মিনিস্টার বাড়ি’ হিসেবে বিখ্যাত।