হোম > রাজনীতি > বিএনপি

জনসমুদ্রে পরিণত সিলেটের আলিয়া মাদরাসা মাঠ

বিএনপির জনসভা

সিলেট ব্যুরো

ছবি: আমার দেশ

সিলেটের সরকারি আলিয়া মাদরাসা মাঠে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের জনসভাকে কেন্দ্র করে বৃহস্পতিবার ভোর থেকেই বিপুল জনসমাগম লক্ষ করা গেছে। কানায় কানায় পূর্ণ হয়ে উঠেছে জনসভাস্থল। মাঠ ছাড়িয়ে আশপাশের সড়ক ও খোলা জায়গায়ও নেতাকর্মীসহ সাধারণ মানুষ অবস্থান নিয়েছেন।

সিলেটের বিভিন্ন উপজেলা ছাড়াও পার্শ্ববর্তী জেলা সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ থেকে আগত বিএনপির নেতাকর্মী ও সমর্থকেরা রাত থেকেই জনসভাস্থলে অবস্থান করছেন। অনেকেই বাস, ট্রাক ও মাইক্রোবাসে করে রাতের মধ্যেই সিলেটে এসে পৌঁছান। কেউ কেউ মাঠেই রাত কাটিয়েছেন।

সকাল গড়াতেই সমাবেশস্থল ও আশপাশের এলাকায় ব্যানার, ফেস্টুন, পোস্টার, রঙিন জার্সি ও টুপি পরিহিত নেতাকর্মীদের খণ্ড খণ্ড মিছিলের আগমনে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। বিভিন্ন স্লোগান ও দলীয় গান-বাজনায় পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে। জনসভাকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা গেছে।

দলীয় সূত্রে জানা গেছে, বেলা সাড়ে ১১টার দিকে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের জনসভাস্থলে উপস্থিত হওয়ার কথা রয়েছে। তাকে একনজর দেখার জন্য সকাল থেকেই হাজার হাজার মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে।

এদিকে জনসভাকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মাঠ ও আশপাশের এলাকায় সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে মাঠে প্রবেশের বিভিন্ন পয়েন্টে নজরদারি বাড়ানো হয়েছে।

বিএনপির নেতারা জানিয়েছেন, এ জনসভা থেকে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র পুনরুদ্ধার এবং আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি সম্পর্কে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেওয়া হতে পারে। জনসভাটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে দলীয় নেতাকর্মীদের সর্বোচ্চ শৃঙ্খলা বজায় রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

সিলেটে জনসমুদ্র থেকে তারেকের নির্বাচনি প্রচারণা শুরু

সিলেটে নির্বাচনি সভার মঞ্চে তারেক রহমানের পাশে ডা. জোবাইদা

বিএনপি সরকার গঠন করলে ফের খাল খনন কর্মসূচি শুরু হবে

সিলেটের জনসভায় ভোট চাইলেন তারেক রহমান

ইলিয়াস আলীর ছবি হাতে সিলেটের নির্বাচনি সমাবেশে বিএনপির নেতাকর্মীরা

বিএনপির আনুষ্ঠানিক নির্বাচনি প্রচার শুরু হচ্ছে আজ

তারেক রহমানের আগমনে উৎসবের নগরী সিলেট, রাত থেকে নেতাকর্মীদের অপেক্ষা

শাহজালালের মাজারে নফল নামাজ আদায় করলেন তারেক রহমান

২১ বছর পর শ্বশুরবাড়ির পথে তারেক রহমান

ঢাকা–১২ আসনের ভোটারদের উদ্দেশে যা বললেন সাইফুল হক