বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক ও খুলনা-৪ আসনের প্রার্থী আজিজুল বারী হেলাল সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে রূপসা উপজেলার আইচগাতী ইউনিয়নে নিজ এলাকায় গণসংযোগ করেন।
গণসংযোগকালে তিনি সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের দোয়া ও সমর্থন কামনা করেন। এ সময় তিনি ধানের শীষের পক্ষে লিফলেট বিতরণ করেন।
মিডিয়া কর্মীদের প্রশ্নের জবাবে আজিজুল বারী হেলাল বলেন, রূপসা, তেরখাদা ও দিঘলিয়ার মানুষ শান্তি, উন্নয়ন ও সুশাসন চায়। দীর্ঘদিন ধরে এ এলাকার মানুষ বঞ্চিত হয়েছে। ইনশাআল্লাহ নির্বাচিত হলে দল-মত নির্বিশেষে সকল মানুষের অধিকার নিশ্চিত করা হবে এবং এলাকার সার্বিক উন্নয়নে কাজ করা হবে।
গণসংযোগে উপস্থিত ছিলেন খুলনা জেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক আতাউর রহমান রুনু, জেলা বিএনপির সদস্য আনিসুর রহমান, আরিফুর রহমান আরিফ, এম এ সালাম, জেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান বেলাল ও আবুল কাশেম, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক মোশাররফ শিকদার, সদস্য সচিব আসাদুজ্জামান বিপ্লব, জেলা স্বেচ্ছাসেবকদল নেতা রেজাউল ইসলাম রেজা, মোল্যা জাহিদ হোসেন, বিএনপি নেতা শেখ আবু সাঈদ, মিকাইল বিশ্বাস, আজিজুল ইসলাম নন্দু, সরদার ফরিদ আনোয়ার, ফেরদৌস আহম্মেদ, নিয়াম মল্লিক, ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক রাজু মল্লিক, সদস্য সচিব লিটন হাওলাদার, জুয়েল মল্লিক, শাহিন শিকদার, মো. আরিফ সরদার, মহিউদ্দিন রায়হান, জাফর, আশিকুর রহমান, জাহাঙ্গীর খা ও ইউনুচ সরদারসহ দলীয় নেতৃবৃন্দ।
গণসংযোগ শেষে আইচগাতী বৈশাখীর মোড়ে হাফিজ ভাইয়ের বাড়িতে নারী ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন আজিজুল বারী হেলাল।