হোম > রাজনীতি > বিএনপি

তারেক রহমানের সঙ্গে ১১ দেশের কূটনীতিকের বৈঠক

স্টাফ রিপোর্টার

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন ১১টি দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনার। ঢাকায় নিযুক্ত কানাডার হাইকমিশনার, যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত রাষ্ট্রদূতের সঙ্গে পৃথক পৃথক বৈঠক হয়। পরে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলারের নেতৃত্বে জার্মান, ফ্রান্স, সুইডেন, ডেনমার্ক, স্পেন ও ইতালিসহ ৯ রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠক করেন তারেক রহমান।

সোমবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে সামনে বিষয়টি জানান দলটির যুগ্ম-মহাসচিব হুমায়ুন কবির।

বৈঠক শেষে হুমায়ন কবীর বলেন, ২৫ ডিসেম্বরের ঐতিহাসিক প্রত্যাবর্তনের পর আন্তর্জাতিক মহলেও তারেক রহমান বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতা হিসেবে বিবেচিত হচ্ছেন। আজকের বৈঠকের সূচিতে মোট ১১ জন রাষ্ট্রদূত তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন। অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এসব বৈঠক হয়। বৈঠকে দ্বিপাক্ষিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।

তিনি বলেন, ভবিষ্যতে সরকার গঠন করলে বিএনপির উন্নয়ন পরিকল্পনা, আমাদের ৩১ দফার বিষয়ে আলোচনা হয়েছে। বিএনপি সরকার গঠন করলে কানাডা, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক সম্পর্ক আরো জোরদার করা হবে বলে আলোচনায় উঠে আসে।

চলমান অন্তর্বর্তী সরকারের কিছু অগ্রগতি আছে, ধারাবাহিকতাও বজায় রাখার কথা জানান হুমায়ুন কবির। পারস্পরিক সহযোগিতার মাধ্যমে ইতিবাচক অগ্রযাত্রা অব্যাহত রাখার বিষয়ে উভয় পক্ষ আশাবাদ ব্যক্ত করেন।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ৫ আগস্টের গণ-অভ্যুত্থানের পর বাংলাদেশকে আর কেউ নির্দেশনা দিতে পারবে না। অন্য দেশের নির্দেশনায় বাংলাদেশের মানুষ চলে না। সেটা আর কখনো ফিরে আসবে না। যুক্তরাষ্ট্র বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার। বাণিজ্য, বিনিয়োগ, রোহিঙ্গা ইস্যু ও আন্তর্জাতিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে।

নির্বাচন বিষয়ে কোনো আলোচনা হয়েছে নাকি জানতে চাইলে তিনি বলেন, নির্বাচন নিয়ে 'দে আর ভেরি মাচ এক্সাইটেড। ডেমোক্রেটিক ট্রান্জিশন হতে যাচ্ছে। তো এটা নিয়ে আর এক্সাইটেড।এনভায়রনমেন্ট নিয়ে সন্তুষ্ট। বাংলাদেশের মানুষের মত তারাও নির্বাচন নিয়ে এক্সাইটেড।

বিএনপির একই প্রার্থীকে দ্বিতীয়বার শোকজ

তারেক রহমানের সঙ্গে ইইউভুক্ত রাষ্ট্রদূতদের সাক্ষাৎ

আসাদের আত্মত্যাগ গণতন্ত্র রক্ষার সংগ্রামে অনুপ্রেরণা হয়ে থাকবে

ইসি যোগ্যতার সঙ্গে কাজ করছে: মির্জা ফখরুল

তারেক রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৭ জেলায় নির্বাচনি সফরে যাচ্ছেন তারেক রহমান

তারেক রহমানের সঙ্গে কানাডার হাইকমিশনারের সাক্ষাৎ

গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার শপথ নিয়েছি

গণতন্ত্র ও ধর্মীয় স্বাধীনতা রক্ষায় বিএনপির বিকল্প নেই: আবদুস সালাম

কিছু হলেই মব তৈরি করে জামায়াত-এনসিপি