নির্বাচনি সভায় আলতাফ হোসেন চৌধুরী
পটুয়াখালী-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এয়ার ভাইস-মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী বলেছেন, ভোটের মাঠে কোন প্রতিশ্রুতি দেয়া যাবে না, কোন প্রতিজ্ঞা করা যাবে না। আওয়ামী লীগ আমলে প্রতিজ্ঞা দিয়ে ভাসিয়ে দিয়ে যেত। এসব কারণে অতিকথন যাতে না হয়, সেজন্য বলা হয়েছে কোন কিছু প্রতিজ্ঞা করা যাবে না। আমরা বিজয়ী হয়ে কাজের মাধ্যমে দেখাবো। বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়।
বুধবার বিকেলে পটুয়াখালীর লোহালিয়ায় নির্বাচনি সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আলতাফ হোসেন চৌধুরী বলেন, নির্বাচনের দিন ফজরের নামাজ পরে কেন্দ্রে যাবেন। নির্বাচন বানচালের চেষ্টা করছে। আইনশৃঙ্খলা বাহিনী পাহারার ব্যবস্থা করবে। আমরাও থাকবো তাদের সাথে এটা আমাদের দায়িত্ব। তবে এ বছর মরা মানুষ এসে ভোট দেবে না, আগে মরা মানুষ ভোট দিত। জাল ভোট দিত। এ বছর মরা মানুষ ভোট দেবে না, জাল ভোটও দেবে না। ইনশআল্লাহ আপনারা বিজয়ী হবেন, আপনারা সরকার গঠন করবেন, দেশে শান্তিশৃঙ্খলা ফিরে আসবে, দেশে উন্নয়ন শুরু হবে। তারেক রহমান যা প্রতিশ্রুতি করেছেন, সেগুলো ইনশআল্লাহ আমরা সবই করবো। আগামীদিন আপনাদের।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ আমলে নমিনেশন দেয়া হতো আরদালি, চাপরাসি, রাস্তার গায়িকা। আওয়ামী লীগ পবিত্র সংসদকে অপবিত্র করেছে, সংসদে গানের আসর বানিয়েছে খুবই লজ্জার কথা। সেরকম যাতে ভবিষ্যতে না হয়, সেজন্য অতি সাবধানে নমিনেশন সিলেকশন করা হয়েছে। সেজন্য পাঁচটি জরিপের মধ্য দিয়ে বিএনপির মনোনয়ন চূড়ান্ত হয়েছে। বর্তমান নির্বাচন অনেক কঠিন হয়ে গেছে, অত্যন্ত টেকনিক্যাল হয়ে গেছে। সেজন্য সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ গ্রহণযোগ্য একটা নির্বাচন হওয়া দরকার। আগের নির্বাচনগুলো হামলা, কাটাকাটি সংঘর্ষে, কথায় কথায় মারামারি হতো। এগুলো যারা করতো তারা এখন মাঠে নাই। তারা এখন কোলকাতায়।
সভায় আরও বক্তব্য রাখেন- পালপাড়া বাজারে সাবেক চেয়ারম্যান তারেক আলী খান, নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক মাকসুদ আহমেদ বায়েজিদ পান্না, সমন্বয়ক অ্যাডভোকেট তৌফিক আলী খান কবির, প্রধান নির্বাচনে এজেন্ট অ্যাডভোকেট মো. আনিসুর রহমান ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবদুস সালাম সিকদার।