হোম > রাজনীতি > বিএনপি

দোয়া মাহফিল দিয়ে নবী উল্লাহ নবীর ধানের শীষের প্রচার শুরু

স্টাফ রিপোর্টার

আলেম-ওলামাদের উপস্থিতিতে দোয়া মাহফিলের মাধ্যমে নির্বাচনি কার্যক্রমের শুভ সূচনা করলেন ঢাকা-৫ আসনের ধানের শীষের সংসদ সদস্য প্রার্থী আলহাজ নবীউল্লাহ নবী।

বৃহস্পতিবার সকালে যাত্রাবাড়ীর নবী টাওয়ারে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শীর্ষ আলেম-ওলামা, ইমাম, খতিব, মুয়াজ্জিন ও খাদেমদের আমন্ত্রণ জানানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবী উল্লাহ নবী। বিশেষ অতিথি ছিলেন অত্র আসনের চিফ নির্বাচনি এজেন্ট ফেরদৌস হোসেন রনি ও নির্বাচন কমিটির আহ্বায়ক জামশেদুল আলম শ্যামল। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন মাওলানা মুহাম্মাদ মামুনুর রশীদ। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা আবুল হোসেন, মাওলানা মো. তাসিম বিল্লাহ, মাওলানা তাওহিদুল ইসলাম, মাওলানা শাহাদাত হোসেন, আলহাজ্ব লতিফুর রহমান মোল্লা।

পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া এ মাহফিলে নবীউল্লাহ নবী বলেন, ঢাকা-৫ আসনের সর্বশ্রেণির মানুষকে আজ এক কাতারে শামিল হয়ে শহীদ জিয়ার ধানের শীষকে পাস করিয়ে আনতে হবে। এ বিষয়ে সম্মানিত আলেম-ওলামাদের দায়িত্বশীল ভূমিকা পালন করার জন্য আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি।

অপরদিকে, আজ বিকেলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ৫০ নং ওয়ার্ড পশ্চিম যাত্রাবাড়ি পঞ্চায়েত ও এলাকাবাসীর উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

এছাড়া আজ সন্ধ্যায় দক্ষিণ যাত্রাবাড়ী রয়েল সোসাইটির উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে এক গুরুত্বপূর্ণ নির্বাচনি উঠান বৈঠক। স্থানীয় ভোটারদের ব্যাপক উপস্থিতিতে এ বৈঠক পরিণত হয় ভ্রাতৃপ্রতিম নগরবাসীর এক মিলনমেলায়। দুটি অনুষ্ঠানেই নবী উল্লাহ নবী উপস্থিত থেকে ভোটারদের কথা মনোযোগ দিয়ে শোনেন এবং তিনি নির্বাচিত হয়ে এসব সমস্যা সমাধানে সর্বোচ্চ চেষ্টা করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

উপস্থিত সবার উদ্দেশে তিনি বলেন, আমি রাজনীতি করি মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য। আপনাদের ভালোবাসা আর দোয়া নিয়ে এগিয়ে যেতে চাই।

ব্রাহ্মণবাড়িয়ায় খেজুর গাছ ও মাথাল প্রতীকে ভোট চাইলেন তারেক রহমান

যারা নির্বাচন বানচাল করতে চায়, তারা গণতন্ত্র ও দেশের শত্রু: আমীর খসরু

আমরা ক্ষমতায় গেলে চা শ্রমিকদের ফ্যামিলি কার্ড দেবো: তারেক রহমান

তারেক রহমানের পক্ষে গণজোয়ার গড়ার আহ্বান জানালেন সালাম

গণতন্ত্র ও এলাকার উন্নয়নের জন্য ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান হাবিবের

তাহাজ্জুদ পড়ে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান তারেক রহমানের

তারেক রহমানকে যে ৫ পদ্ধতিতে মতামত জানাতে পারবে জনগণ

জনসভার মঞ্চেই জামাতে নামাজ আদায় করলেন তারেক রহমান

জিন্স-কেডস পরে নির্বাচনি প্রচারে তারেক রহমান

নবীজির ন্যায়পরায়ণতার ভিত্তিতে দেশ পরিচালনা করা হবে