হোম > রাজনীতি > বিএনপি

কাল রাজশাহী, নওগাঁ ও বগুড়ায় যাচ্ছেন তারেক রহমান

আমার দেশ অনলাইন

দীর্ঘ প্রায় ১৯ বছর পর দেশের উত্তরাঞ্চলে দলীয় কর্মসূচিতে অংশ নিতে আগামীকাল বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ঢাকা থেকে রাজশাহী যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সফরের প্রথম পর্বে তিনি রাজশাহীতে আয়োজিত সমাবেশে অংশ নেবেন। এরপর সেখান থেকে নওগাঁয় গিয়ে দলীয় জনসভায় যোগ দেওয়ার কথা রয়েছে।

রাজশাহী ও নওগাঁর কর্মসূচি শেষ করে তারেক রহমান যাবেন বগুড়ায়। সেখানে তিনি বগুড়া-৬ (সদর) আসনে নির্বাচনী প্রচারের অংশ নেবেন। পাশাপাশি জেলা বিএনপির উদ্যোগে শহরের ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেওয়ার সূচি রয়েছে।

এই সফরকে ঘিরে বগুড়ায় প্রস্তুতি জোরদার করেছে জেলা বিএনপি। গত রোববার দলটির জেলা নেতারা আলতাফুন্নেছা খেলার মাঠ পরিদর্শন করেন। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য মাহবুবর রহমান, সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালুসহ অন্য নেতারা।

উল্লেখ্য, এর আগে গত ১১ জানুয়ারি বগুড়া সফরের কথা থাকলেও নির্বাচন কমিশনের অনুরোধে তখন তারেক রহমানের সেই কর্মসূচি বাতিল করা হয়। লন্ডনে দীর্ঘ প্রায় দেড় যুগ নির্বাসনে থাকার পর দেশে ফেরার পর এটি তার নিজ নির্বাচনি এলাকায় প্রথম সফর।

ভাইরাল ভিডিও নিয়ে যা বললেন ছাত্রদল সভাপতি রাকিব

তারেক রহমানের মধ্যেই মানুষ নতুন আশার আলো দেখছে: মির্জা ফখরুল

নির্বাচন শান্তিপূর্ণ রাখতে নেতাকর্মীদের ধৈর্যের আহ্বান মির্জা আব্বাসের

বিএনপি ক্ষমতায় আসার পর ধারাবাহিকভাবে দুর্নীতি কমেছিল: মাহদী আমিন

হাতপাখার বাতাসে দুলছে ধানের শীষ, হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস

জুনায়েদের খেজুরগাছ নাড়া দিতে প্রস্তুত রুমিনের হাঁস

১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণ ‘ভোট ডাকাতি’ হতে দেবে না

যারা দাঁড়িপাল্লায় ভোট চাচ্ছে তারা স্বাধীনতার বিরোধিতা করেছিল: মির্জা ফখরুল

প্রতিপক্ষ ক্ষমতায় গেলে নারীদের স্বাধীনতা হরণ হতে পারে: ইশরাক

ক্ষমতায় গেলে উত্তরায় সরকারি হাসপাতাল নির্মাণ করা হবে