হোম > রাজনীতি > বিএনপি

জামায়াতের অপপ্রচার, ভারতের সঙ্গে বিএনপির কোনো চুক্তি হয়নি

মাহাদী আমীন

স্টাফ রিপোর্টার

ছবি: আমার দেশ

জামায়াতে ইসলামীর নায়েবে আমিরের অভিযোগকে ‘রাজনৈতিক অপপ্রচার’ হিসেবে দেখছে বিএনপি। ভারতের সঙ্গে বিএনপির কোনো চুক্তি হয়নি বলে স্পষ্টভাবে জানিয়েছে দলটি।

শনিবার দুপুরে গুলশানে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে এসব কথা বলেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহাদী আমীন।

সম্প্রতি জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বিএনপি চেয়ারম্যানের প্রতি ইঙ্গিত করে দাবি করেন, বিএনপি ভারতের সঙ্গে তিনটি চুক্তি করেছে।

এ প্রসঙ্গে মাহাদী আমীন বলেন, একটি রাজনৈতিক দলের প্রভাবশালী একজন নেতা ভারতের সঙ্গে চুক্তির যে দাবি করেছেন, সেটির পক্ষে তিনি কোনো প্রমাণ উপস্থাপন করতে পারেননি এবং পারবেনও না। কারণ তিনি যে তথ্যের কথা বলছেন, তার ন্যূনতম বাস্তবতা কিংবা সত্যতা নেই।

তিনি আরও বলেন, এ ধরনের বক্তব্য বিতর্ক সৃষ্টির উদ্দেশ্যে একটি রাজনৈতিক অপকৌশল ও অপপ্রচার ছাড়া কিছু নয়। যদি ভুল তথ্য দিয়ে বিভ্রান্তি ছড়ানো হয়ে থাকে, তাহলে সেটি হয় অজ্ঞতা, নয়তো সচেতন অপকৌশল। আমরা মনে করি, ভারতের সঙ্গে বিএনপির চুক্তির অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন অপপ্রচার।

মাহাদী আমীন বলেন, গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা মানে ইতিবাচক রাজনীতি প্রতিষ্ঠা করা, যেখানে অপপ্রচার, অপকৌশল কিংবা অপরাজনীতির কোনো স্থান থাকা উচিত নয়।

তিনি বলেন, বিএনপির রাজনীতি মানেই বাংলাদেশপন্থি রাজনীতি। আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে বিএনপির রাজনীতির কেন্দ্রবিন্দু হচ্ছে বাংলাদেশের স্বার্থ, সার্বভৌমত্ব ও জনগণের ক্ষমতায়ন।

নিজেদের অতীত রাজনৈতিক অবস্থানের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, তিস্তা ও পদ্মার পানির ন্যায্য হিস্যার দাবিতে ধারাবাহিক আন্দোলন করেছে বিএনপি। সীমান্তে ফেলানি হত্যার পর সবার আগে রাজপথে নেমে প্রতিবাদ করেছে বিএনপি। নতজানু পররাষ্ট্রনীতি থেকে বেরিয়ে দেশের সার্বভৌমত্ব প্রতিষ্ঠার রাজনীতি শহীদ জিয়াউর রহমানের আদর্শের অংশ।

সংবাদ ব্রিফিংয়ে বিএনপির ‘ইলেকশন হটলাইন’-এর বিষয়েও কথা বলেন মাহাদী আমীন। তিনি জানান, নির্বাচনসংক্রান্ত তথ্য দেওয়া, ভোটারদের অভিযোগ গ্রহণ ও মতামত জানার জন্য বিএনপি চালু করেছে হটলাইন ১৬৫৪৩ এবং হোয়াটসঅ্যাপ নম্বর ০১৮০৬৯৭৭৫৭৭। ইতোমধ্যে দেশব্যাপী বহু মানুষ এই হটলাইনের মাধ্যমে যোগাযোগ করে সমাধান পেয়েছেন বলেও জানান তিনি।

এ সময় ‘ফ্যামিলি কার্ড’ ও ‘কৃষক কার্ড’ প্রসঙ্গে সতর্কবার্তা দিয়ে মাহাদী আমীন বলেন, একটি প্রতারক চক্র ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড দেওয়ার নামে কিছু জায়গায় টাকা আদায়ের চেষ্টা করছে। বিএনপি ক্ষমতায় এলে এসব কার্ড সম্পূর্ণ বিনা মূল্যে ও রাষ্ট্রীয় উদ্যোগে প্রকৃত উপকারভোগীদের হাতে পৌঁছে দেওয়া হবে।

তিনি আরও বলেন, এই কার্ডের নামে কেউ টাকা চাইলে সেটি সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত ও অগ্রহণযোগ্য। এ ধরনের প্রতারণার বিষয়ে দলকে অবহিত করার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা নেওয়ার আহ্বান জানাচ্ছি।

সংবাদ ব্রিফিং শেষে মাহাদী আমীন আশা প্রকাশ করেন, দেশের রাজনীতিতে বিভ্রান্তিকর অপপ্রচার বন্ধ হবে এবং একটি স্বচ্ছ, গ্রহণযোগ্য ও নাগরিকবান্ধব নির্বাচনি পরিবেশ গড়ে উঠবে।

প্রাথমিকের শিক্ষকদের আরো যোগ্য ও দক্ষ করতে চাই

ফ্যাসিবাদের নিপীড়ন-নির্যাতনের ফলেই কোকোর মৃত্যু

ধানের শীষ জয়ী হলে ১ কোটি লোকের কর্মসংস্থান হবে

তরুণদের সঙ্গে মতবিনিময় করবেন তারেক রহমান

কৃষি-শিল্প সমন্বয়ে বদলে যাবে সীতাকুণ্ডের ভবিষ্যৎ: লায়ন আসলাম চৌধুরী

ভ্যানচালক জুয়েল ও গার্মেন্টসকর্মী লিলির কাছে যে ওয়াদা করলেন তারেক রহমান

তরুণদের মেধা বিকাশসহ পর্যাপ্ত খেলার মাঠ পুনরুদ্ধার করবো: মির্জা আব্বাস

গণভোট সম্পর্কে স্পষ্ট ধারণা নেই ধানের শীষের প্রার্থীর

ক্ষমতায় গেলে কৃষি, অবকাঠামো উন্নয়ন ও বস্তিবাসীর পুনর্বাসনের কাজ করব

এদেশের উন্নয়ন, অগ্রগতি ও সমৃদ্ধির অপর নাম বিএনপি