হোম > রাজনীতি > জামায়াত

জামায়াত আমিরের নির্বাচনি জনসভা কাল দুপুরে

স্টাফ রিপোর্টার

ঢাকা-১৫ আসনে নিজ নির্বাচনি এলাকা থেকে টানা চার দিনের প্রচার সফর শুরু করবেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার দুপুর আড়াইটায় তিনি মিরপুর ১০ নম্বরে আয়োজিত জনসভায় তিনি প্রধান অতিথির বক্তব্য দিবেন। পর্যায়ক্রমে ২৩ ও ২৪ জানুয়ারি উত্তরবঙ্গে সফর এবং ২৫ তারিখে ঢাকার তিনটি নির্বাচনি এলাকায় তিনি গণসংযোগ করবেন।

বুধবার সন্ধ্যায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের এসব তথ্য জানান।

জামায়াত আমিরের সফরসূচি প্রসঙ্গে তিনি আরো বলেন, ২৩ তারিখ সকালে তিনি ঢাকা থেকে রওনা দিয়ে বেলা ১১ টায় পঞ্চগড়ে জনসভায় বক্তব্য দিবেন। পর্যায়ক্রমে দুপুরে দিনাজপুরে, বিকেলে ঠাকুরগাঁওয়ে এবং সন্ধ্যায় রংপুরে জনসভায় বক্তব্য রাখবেন ও সেখানে রাত্রিযাপন করবেন।

জুবায়ের বলেন, ২৪ জানুয়ারি সকালে জামায়াত আমির জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন। ওই দিন সকালে তিনি গাইবান্ধার পলাশ বাড়িতে জনসভায় বক্তব্য রাখবেন। পরে পর্যায়ক্রমে শেরপুর, সিরাজগঞ্জ শহর ও উল্লাপাড়া এবং পাবনায় জনসভায় যোগ দেবেন তিনি। ২৫ জানুয়ারি তিনি ঢাকা-৫, ৬ ও ৭ নম্বর নির্বাচনি এলাকায় প্রচারে অংশগ্রহণ করবেন।

তিনি বলেন, জামায়াত আমিরের এসব সফরকালে প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিতের জন্য নির্বাচন কমিশন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ প্রশাসন এবং স্থানীয় নির্বাচনি কর্মকর্তাদের জানানো হয়েছে। আশাকরি তারা প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করবেন।

জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটিতে আরও ৯ জনকে অন্তর্ভুক্তি

ভুক্তভোগী কর্মকর্তাদের বদলি নিরপেক্ষ নির্বাচনের অন্তরায়

হারলেও ফুলের তোড়া নিয়ে প্রতিদ্বন্দ্বীর বাসায় যাবো: শিশির মনির

নির্বাচনে কতটা প্রভাব ফেলতে পারবে জামায়াতে ইসলামী

নারীদের দিয়ে আগাম প্রচারের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা

মিরপুরে নেতাকর্মীদের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি জামায়াতের

জামায়াত আমিরের নির্বাচনি সফর শুরু বৃহস্পতিবার

ঢাকা-১৫ আসন নিয়ে যা বললেন জামায়াত আমির

মিরপুরে জামায়াত নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ

রাজনৈতিক হীনমন্যতা থেকে বিএমডিসিকে দিয়ে শোকজ: ডা. খালিদুজ্জামান