হোম > রাজনীতি > জামায়াত

জামায়াত আমিরের নিরাপত্তায় গানম্যান ও পুলিশ স্কোয়াড

স্টাফ রিপোর্টার

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিতে অস্ত্রধারী দেহরক্ষী বা গানম্যান নিয়োগ দিয়েছে সরকার। একই সঙ্গে তার বাসভবনের নিরাপত্তার জন্য পোশাকধারী সশস্ত্র পুলিশ মোতায়েন করতে বলা হয়েছে।

মঙ্গলবার প্রজ্ঞাপনে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুলিশ সদর দপ্তরকে নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের উচ্চমাত্রার নিরাপত্তার ঝুঁকি বা হুমকি বিদ্যমান। এ কারণে তার ব্যক্তি নিরাপত্তা-ব্যবস্থা নিশ্চিত করতে গানম্যান নিয়োজিত করা ও বাসভবনে নিরাপত্তার জন্য পোশাকধারী সশস্ত্র পুলিশ নিয়োজিত করার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হলো।

এর আগে গত ১৭ ডিসেম্বর ডা. শফিকুর রহমানের জন্য সার্বক্ষণিক গানম্যান ও বাসভবনের নিরাপত্তার জন্য পোশাকধারী সশস্ত্র পুলিশ সদস্য চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করা হয়। দলের অফিস সেক্রেটারি আ ফ ম আবদুস সাত্তার আবেদনটি করেন। এ আবেদন যাচাই–বাছাই শেষে গানম্যান ও বাসভবনে নিরাপত্তা দেওয়ার এ সিদ্ধান্ত নিয়েছে সরকার।

তবে প্রায় দুই সপ্তাহ আগেই সরকার জামায়াত আমিরের নিরাপত্তায় এক গাড়ি পুলিশ স্কোয়াড এবং একজন গানম্যান নিয়োগ দেয়। এ বিষয়ে আমিরের ব্যক্তিগত সহকারী নজরুল ইসলাম জানান, গত দুই সপ্তাহ ধরে জামায়াত আমিরকে গানম্যান ও এক গাড়ী পুলিশ স্কোয়াড দেওয়া হচ্ছে। তবে জামায়াত আমিরের চলাফেরার সময় তার বাসায় নিরাপত্তা নিশ্চিত করতে আবেদন জানানো হয়েছিল, সেই আবেদনের প্রেক্ষিতেই হয়তো রিভাইস করে নতুন নির্দেশনা দিয়েছে সরকার।

রাজধানীতে নিজ বাসায় জামায়াত নেতা খুন

সেনাবাহিনী প্রফেশনাল হলে দুনিয়া সম্মান করতে বাধ্য হবে