হোম > রাজনীতি > জামায়াত

কোকোকে নিয়ে মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ আমির হামজার

আমার দেশ অনলাইন

মুফতি আমির হামজা। ছবি: সংগৃহীত

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছোট ছেলে মরহুম আরাফাত রহমান কোকোকে নিয়ে করা পুরনো একটি বক্তব্য নতুন করে ফেসবুকে ছড়িয়ে পড়ায় সমালোচনার মুখে পড়েছেন কুষ্টিয়া-৩ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী মুফতি আমির হামজা। এর পরিপ্রেক্ষিতে শুক্রবার দিবাগত রাতে দুঃখ প্রকাশ করে ফেসবুকে পোস্ট দিয়েছেন তিনি।

ওই পোস্টে মুফতি আমির হামজা লিখেছেন, ‌‘মরহুম আরাফাত রহমান কোকো সাহেবকে নিয়ে আমার দেওয়া অনাকাঙ্ক্ষিত বক্তৃতাটি ছিল ২০২৩ সালের। আমি সেই সময়ই একটি বিষয় বোঝাতে যেয়ে উদাহরণটা দিয়ে ভুল করায় দুঃখ প্রকাশ করেছিলাম। এখন আবারো দুঃখ প্রকাশ করছি।’

নতুন করে বক্তব্য ছড়িয়ে পড়ায় তিনি দাবি করেন, ‘পুরোনো বক্তব্য যারা সামনে এনে নির্বাচনকালীন বক্তব্য বলে চালানোর ষড়যন্ত্র করছেন, তারাও নিজ রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে যেয়ে নিজ দলের সর্বোচ্চ পর্যায়ের একজন মরহুম ব্যক্তিকেও ছাড় দিলেন না। এটাও একটু চিন্তা করে দেখেন, অপরাধী কে বেশি এই ক্ষেত্রে!’

তিনি লিখেছেন, ‘আল্লাহ সুবহানাহু ওয়াতাআলা মরহুম আরাফাত রহমান কোকো সাহেবকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন।’

ফেসবুকে ছড়িয়ে পড়া পুরনো ভিডিওতে দেখা গেছে, একটি ওয়াজ মাহফিলে দেওয়া বক্তব্যে আমির হামজা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর নাম বিকৃত করে প্রাণীর নামের সঙ্গে তুলনা করছেন।

জুলাইযোদ্ধা হাসনাত আব্দুল্লাহর ওপর সশস্ত্র হামলায় জামায়াতের উদ্বেগ

জামায়াতে যোগ দিলেন মুফতি আলী হাসান উসামা

চরমোনাইয়ের জন্য কত দিন অপেক্ষা করবে, জানালো জামায়াত

রাষ্ট্র পরিচালনার পলিসি পেপারসহ নানা সিদ্ধান্ত নিচ্ছে জামায়াত

ইসলামী আন্দোলনের ১০ নেতাকর্মীর জামায়াতে যোগদান

কর্নেল অলি আহমদের বিরুদ্ধে মামলার প্রতিবাদ জামায়াতের

জামায়াত আমিরের নির্বাচনি সফর শুরু ২২ জানুয়ারি

সবার প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান জামায়াত আমিরের

রাজধানীতে গ্যাস সংকট সমাধানের দাবিতে জামায়াতের মানববন্ধন

উত্তরায় আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় শিবিরের উদ্বেগ