হোম > রাজনীতি > জামায়াত

খালি থাকা ৪৭ আসন কীভাবে বণ্টন হবে, জানাল ১০ দলীয় জোট

আমার দেশ অনলাইন

জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন নির্বাচনি ঐক্যে চরমোনাই পীরের দলকে এখনো আসার সুযোগ রাখা হয়েছে। একই সঙ্গে খালি থাকা ৪৭টি আসন সমঝোতা চূড়ান্তের কাজও চলছে। দলটি শেষ পর্যন্ত না এলে শক্তিশালী অবস্থান ও জনপ্রিয়তার ভিত্তিতে এসব আসন বণ্টন করা হবে বলে জানিয়েছেন নেতারা।

এদিকে ইসলামী আন্দোলনের সরে যাওয়ার পেছনে তৃতীয় পক্ষের কোনো ইন্ধন নেই, বরং বোঝাপড়ার ঘাটতি থেকেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক। তিনি বলেন, এতে ভোটের মাঠে খুব বেশি প্রভাব পড়বে না।

গতকাল শনিবার বিকেলে রাজধানীর মগবাজারে জামায়াতের কার্যালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

শরিয়াহ আইন বাস্তবায়ন প্রসঙ্গে ইসলামী আন্দোলনের বক্তব্যকে সঠিক নয় বলেও মন্তব্য করেন মামুনুল হক। তিনি বলেন, ইসলামী মূল্যবোধ ও জুলাই গণঅভ্যুত্থানের চেতনা থেকে যে জোটের সূচনা হয়েছিল, আদর্শিক অবস্থান থেকে কেউ পিছপা হয়নি।

মামুনুল হক বলেন, নির্বাচনের আগে ইসলামী আন্দোলনের সঙ্গে নতুন করে কোনো বৈঠকের সম্ভাবনা নেই। তবে তারা যদি আবার জোটে ফিরতে চায়, তাহলে সাদরে গ্রহণ করা হবে। আর যদি না আসে, তাহলে বাকি আসনগুলো শক্তিশালী অবস্থান ও জনপ্রিয়তার ভিত্তিতে বণ্টন করা হবে।

তিনি আরো বলেন, জোটের ভেতরে মতপার্থক্য থাকতেই পারে, তবে তা রাজনৈতিকভাবে মোকাবিলা করেই সামনে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

একই স্থানে আলাদা প্রেস ব্রিফিংয়ে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের ১১ দলীয় নির্বাচনি ঐক্যে চরমোনাই পীরের দলের আসার সম্ভাবনা বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, দেখা যাক কী হয়? আমাদের দরজা সব সময় খোলা। তিনি বলেন, খালি থাকা ৪৭টি আসন সম্পর্কে সিদ্ধান্ত নিতে লিয়াজোঁ কমিটিকে দায়িত্ব দেওয়া হয়েছে। তারা বসে সিদ্ধান্ত নিলে তা জানানো হবে।

জুলাইযোদ্ধা হাসনাত আব্দুল্লাহর ওপর সশস্ত্র হামলায় জামায়াতের উদ্বেগ

জামায়াতে যোগ দিলেন মুফতি আলী হাসান উসামা

চরমোনাইয়ের জন্য কত দিন অপেক্ষা করবে, জানালো জামায়াত

রাষ্ট্র পরিচালনার পলিসি পেপারসহ নানা সিদ্ধান্ত নিচ্ছে জামায়াত

কোকোকে নিয়ে মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ আমির হামজার

ইসলামী আন্দোলনের ১০ নেতাকর্মীর জামায়াতে যোগদান

কর্নেল অলি আহমদের বিরুদ্ধে মামলার প্রতিবাদ জামায়াতের

জামায়াত আমিরের নির্বাচনি সফর শুরু ২২ জানুয়ারি

সবার প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান জামায়াত আমিরের

রাজধানীতে গ্যাস সংকট সমাধানের দাবিতে জামায়াতের মানববন্ধন