হোম > খেলা

হংকংয়ের মাঠে জায়ান ম্যাজিকের অপেক্ষা

স্পোর্টস রিপোর্টার

ঘরের মাঠে হংকংয়ের বিপক্ষে বাংলাদেশের হয়ে অভিষেক ম্যাচটি দারুণ পারফরম্যান্সে রাঙিয়ে দিলেন জায়ান আহমেদ। শেষদিকে মাত্র ২৫ মিনিটের পারফরম্যান্সেই সবার হৃদয় জয় করে নেন যুক্তরাষ্ট্রপ্রবাসী এই ডিফেন্ডার। বাংলাদেশের লেফট উইং বেশ প্রাণবন্ত রাখেন ২১ বছর বয়সি প্রতিভাবান ফুটবলার। রক্ষণ সামলে, উপরে উঠে আক্রমণের বাড়তি শক্তির জোগান দেওয়ার ক্ষেত্রে জায়ান অনন্য। এবার হংকংয়ের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচেও অসাধারণ নৈপুণ্যের এই খেলোয়াড়ের দিকে তাকিয়ে বাংলাদেশ। ১৪ অক্টোবর হংকংয়ের মাঠে ফিরতি ম্যাচে জায়ান-ম্যাজিক দেখার অপেক্ষা।

গত ম্যাচে জায়ানকে শুরুর একাদশে না রাখায় প্রশ্নবিদ্ধ হয়েছে কোচের একাদশ নির্বাচন। বয়স কম, অভিজ্ঞ নন। সব মিলে ঘরের মাঠে হংকং ম্যাচের শুরুর একাদশে তাকে রাখতে সাহস পাননি বাংলাদেশ কোচ হ্যাভিয়ের কাবরেরা। তবে এবার দাবি উঠেছে জায়ানকে শুরুর একাদশে রাখার। হংকং যাত্রার আগে বাংলাদেশ দলের অধিনায়ক জামাল ভূঁইয়া বলে গেছেন, জায়ানসহ শুরুর একাদশে থাকতে চান তারা। নতুন আশার সঞ্চার করেছেন জায়ান। সামনের ম্যাচে তার দিকে বাড়তি নজর থাকবে সবার। হংকংয়ের মাঠেও প্রভাব বিস্তার করতে পারেন এই প্রবাসী। তবে জায়ানকে শুরুতে খেলাবেন কি নাÑএ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন কোচই।

গত জুনে জাতীয় স্টেডিয়ামে অর্ধশতাধিক প্রবাসী ফুটবলার বাফুফের ট্রায়ালে অংশ নেন। এর মধ্যে সবচেয়ে বেশি নজর কাড়েন জায়ান। সেই ট্রায়াল থেকে শুধু জায়ানই জায়গা করে নেন বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলে। পরে বাংলাদেশের জার্সি গায়ে এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপে বাছাই পর্বে প্রতিভার স্বাক্ষর রাখেন ২১ বছর বয়সি এই যুক্তরাষ্ট্রপ্রবাসী ডিফেন্ডার। বাছাই পর্বে দলগত পারফরম্যান্সে বাংলাদেশ হতাশ করলেও দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে নিজেকে আলাদা করে রাখেন এই তরুণ। যার ফলশ্রুতিতে সহজেই জায়গা পেয়েছেন বাংলাদেশ জাতীয় দলে। এবার নতুন অধ্যায় শুরু করলেন এই ফুটবলার।

ব্রিসবেনে ৮ উইকেটের জয় অস্ট্রেলিয়ার, হারের বৃত্তে ইংল্যান্ড

বিশ্বকাপে কবে কখন মাঠে নামবে ব্রাজিল-আর্জেন্টিনা

কেমন হলো আর্জেন্টিনার গ্রুপ

মেসির জোড়া অ্যাসিস্টে ইতিহাস গড়ে চ্যাম্পিয়ন মিয়ামি

টিভিতে অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের ব্রিসবেন টেস্টসহ আরও যত খেলা

রেকর্ডের বুকে ক্রাইস্টচার্চে

অবশেষে হার মানল আর্সেনাল

ব্রিসবেনেও বিধ্বস্ত ইংল্যান্ড, বিস্ময় ছড়াচ্ছেন স্টার্ক

ফিট নেইমারকেই চান আনচেলত্তি

আন্দ্রে রাসেলের তিন কীর্তি