হংকং সিক্সেস টুর্নামেন্টে কোয়ার্টার ফাইনালে পা রেখেছে বাংলাদেশ। পুল ‘ডি’র ম্যাচে শ্রীলঙ্কাকে ১৪ রানে হারিয়ে শেষ আটে পৌঁছেছে আকবর আলীর দল। দলের জয়ে প্রথমে ব্যাট হাতে দারুণ অবদান রাখেন আকবর আলী। এরপর বল হাতে স্পিন ভেলকি দেখান মোসাদ্দেক। শনিবার কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া।
ম্যাচে প্রথমে ব্যাট করে নির্ধারিত ৬ ওভারে ৭৫ রান করে বাংলাদেশ। তাড়া করতে নেমে শ্রীলঙ্কা ৫.১ ওভারে ৬১ রানে অলআউট হয়। অফ স্পিনে ২ ওভারে ২০ রানে ৩ উইকেট নেন মোসাদ্দেক হোসেন। এর আগে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ ব্যাটিং বিপর্যয়ে পড়ে। সেখান থেকে ৯ বলে ৩২ রানের ইনিংসে দলকে ৭৫ রানে নিয়ে যান আকবর। তার ৩৫৫ স্ট্রাইক রেটের ইনিংসটিতে ৪টি ছক্কা ও ২টি চার ছিল। ওপেনার হাবিবুর রহমান ৭ বল খেলে ২টি করে চার ও ছক্কায় করেন ২১ রান।
রান তাড়ায় শ্রীলঙ্কার ধনঞ্জয়া লাকশান ১২ বলে ১৮ আর লাহিরু সামারাকুন ৭ বলে ১৩ রান ছাড়া অন্য কেউ ৬ বলও টিকতে পারেননি। মোসাদ্দেক নেন ৩ উইকেট, তোফায়েল আহমেদ ও আবু হায়দার নেন ১টি করে উইকেট।