হোম > খেলা

শেষ মুহূর্তের গোলে মোহামেডানের ড্র

ফেডারেশন কাপ

স্পোর্টস রিপোর্টার

লিগের ম্যাচে হারের পর এবার ফেডারেশন কাপে হোঁচট খেল মোহামেডান। আজ ফর্টিস এফসির বিপক্ষে শেষ মুহূর্তের গোলে হার এড়ায় কোচ আলফাজ আহমেদের দল। ১-১ গোলের স্বস্তির ড্রয়ে ‘বি’ গ্রুপের পয়েন্ট টেবিলে শীর্ষ স্থান ধরে রাখল সাদা-কালো জার্সিধারীরা। দুই ম্যাচে তাদের অর্জন সর্বোচ্চ ৪ পয়েন্ট। ৩ পয়েন্ট নিয়ে টেবিলের দুই নম্বরে রয়েছে বাংলাদেশ পুলিশ এফসি। আজ পুলিশ এফসি ১-০ গোলে হারায় আরামবাগকে।

খেলোয়াড়দের বেতন বকেয়া, পরিচালক ও ফুটবল কমিটির চেয়ারম্যানের পদ থেকে ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীরের পদত্যাগ- সব মিলে মহা সংকটের মধ্য দিয়ে যাচ্ছে মোহামেডান ক্লাব। মাঠের পারফরম্যান্সও ভালো নয় লিগ চ্যাম্পিয়নদের। ফকিরেরপুলের কাছে হেরে লিগে যাত্রা করে তারা। এরপর দুঃসময় থেকে বেরিয়ে আসতে পারছে দেশের ঐতিহ্যবাহী ক্লাবটি।

কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে আজ ফেডারেশন কাপের ম্যাচেও মাঠের লড়াইয়ে ক্লাবটির অসহায়ত্বের চিত্র ফুটে উঠল। ফর্টিসের বিপক্ষেও তাদের শুরুটা ছিল বেশ সাদামাটা। ২৮ মিনিটেই গোল পেয়ে যায় ফর্টিস। অনন্ত তামাংয়ের নেওয়া হেডে ফিস্ট করেছিলেন মোহামেডানের গোলরক্ষক সাকিব আল হাসান। তবে হেডেই গোল করে ফর্টিসকে এগিয়ে নেন নাইজেরিয়ান ফরোয়ার্ড ওকাফোর ওনিয়াকাচি। কয়েক মিনিট পর স্কোর লাইন ২-০ করতে পারত ফর্টিস।

গোলরক্ষক সাকিবের দক্ষতায় সফল হয়নি তারা। বিরতির আগে মোহামেডানও ম্যাচে ফেরার সুযোগ মিস করে। স্যামুয়েল বোয়াটেংয়ের শট ক্রসবারের ওপর দিয়ে চলে যায়। অবশ্য খেলার শেষ দিকে এই বোয়াটেংয়ের গোলেই স্বস্তি ফেরে মোহামেডান শিবিরে। ৮৬ মিনিটে মোজাফ্ফরভের কর্নারে বক্সে জটলার মধ্যে বল পেয়ে প্লেসিং শটে গোল করেন ঘানার এই ফরোয়ার্ড।

বিপিএলে সেরা পারফরম্যান্স চান লিটন

অমিতের ডাবল সেঞ্চুরি

বিপিএল শুরু ২৬ ডিসেম্বর, ফাইনাল ২৩ জানুয়ারি

ফিজের ভিত্তিমূল্য দুই কোটি রুপি, সাকিবের এক কোটি

অন্যলোকে রবিন স্মিথ

ফ্রান্সের বিপক্ষে লড়াই করে হারল বাংলাদেশ

আজারবাইজানের কাছেও হারল মেয়েরা

অভিযোগ দিতে সময় চেয়েছেন জাহানারা

পাঁচ ক্যাচে তানজিদের বিশ্বরেকর্ড

উইলিয়ামসন-ব্রেসওয়েলের ব্যাটে নিউজিল্যান্ডের স্বস্তি