সিডনির হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ভারতীয় ক্রিকেটার শ্রেয়াস আইয়ার। তার শারীরিক অবস্থা এখন অনেকটাই স্থিতিশীল। এখনই অবশ্য দেশে ফিরতে পারছেন না তিনি। সিডনিতেই আরো কিছুদিন চিকিৎসা চলবে তার। বিমান চড়ার অনুমতি পেলেই শুধু ফিরতে পারবেন দেশে।
বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) নিয়মিতই বিবৃতি দিয়ে শ্রেয়াসের চিকিৎসার খবর জানাচ্ছে। সবশেষ বিবৃতিতে শনিবার সকালে ভারতীয় বোর্ড জানায় ৩০ বছর বয়সী ক্রিকেটারের অগ্রগতির খবর।
এর আগে, গত শনিবার অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে ফিল্ডিংয়ের সময় অ্যালেক্স ক্যারির ক্যাচ নিতে গিয়ে এই চোট পান শ্রেয়াস। মাঠে পড়ে যাওয়ার পরই যন্ত্রণার ছাপ ফুটে ওঠে তার চেহারায়। মাঠেই তার চিকিৎসা চলে বেশ কিছুক্ষণ। পরে ফিজিওর সঙ্গে মাঠ ছেড়ে যান তিনি।