ভারত ম্যাচের প্রস্তুতিটা ভালো হয়নি বাংলাদেশের। নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচে জয় না পাওয়ার আফসোস নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। আবারও রক্ষণভাগের ব্যর্থতায় শেষ মুহূর্তে গোল হজম করায় জয় হাতছাড়া হয় কোচ হাভিয়ের কাবরেরার দলের। ২-২ ব্যবধানে ম্যাচ ড্র করার পর হতাশা লুকিয়ে রাখতে পারলেন না দেওয়ান হামজা চৌধুরী।
নিজের অফিশিয়াল ফেসবুক পেজে বাংলাদেশ-নেপাল ম্যাচের ছবি পোস্ট করে হামজা লিখেছেন, ‘আরেকটি ম্যাচে হতাশার রাতের সমাপ্তি হলো। আমাদের জেতা উচিত ছিল। সর্বদা আপনাদের ভালোবাসা ও সমর্থনের জন্য ধন্যবাদ। আসুন, সবাই বড় ম্যাচের জন্য প্রস্তুতি নিই। আলহামদুলিল্লাহ।’
গত ম্যাচে হামজার ম্যাজিক্যাল পারফরম্যান্স বাদ দিলে পুরো ম্যাচে বাংলাদেশ দলের হতাশার ছবিটাই ফুটে উঠেছে। ভারত ম্যাচের আগে যদি এসব ভুলগুলো শোধরানো না যায় তাহলে বিপদ হতে পারে। এক হামজা বাংলাদেশকে কতটা টেনে নেবেন? সবাই ঐক্যবদ্ধভাবে খেলতে পারলে ভালো কিছু করা সম্ভব।
এ পর্যন্ত বাংলাদেশের জার্সিতে ৬টি ম্যাচ খেলে ৪টি গোল করেছেন হামজা। একটি অ্যাসিস্টও রয়েছে তার। সর্বশেষ হামজার চোখধাঁধানো বাইসাইকেল কিকে গোলটি ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। আগামী ১৮ নভেম্বর ভারতের বিপক্ষে এশিয়ান কাপের বাছাই পর্বের হোম ম্যাচ খেলবে বাংলাদেশ। এ ম্যাচেও হামজার দিকে তাকিয়ে সবাই। তবে গত ম্যাচে চোট পেয়েছেন হামজা। তার সঙ্গে জায়ান আহমেদও চোটগ্রস্ত। তবে বাংলাদেশ কোচ কাবরেরা জানিয়ে দিয়েছেন, তাদের চোট গুরুতর কিছু নয়। পেশিতে সামান্য টান পড়েছে। ভারত ম্যাচে দুজনই খেলতে পারবেন।