হোম > খেলা

মেসির জোড়া অ্যাসিস্টে ইতিহাস গড়ে চ্যাম্পিয়ন মিয়ামি

স্পোর্টস ডেস্ক

কয়েক বছর আগেও মেজর লিগ সকারে।(এমএলএস) চ্যাম্পিয়ন হবার কথা ভাবতে পারত না ইন্টার মিয়ামি সমর্থকরা। লিওনেল মেসি আসার পর থেকেই তাদের স্বপ্নের পালে হাওয়া লেগেছে। তারই ধারাবাহিকতায় এবার ইতিহাস গড়ল ফ্লোরিডার ক্লাবটি। প্রথমবারের মতো জিতল এমএলএস কাপ। শিরোপা জয়ের পথে তারা ৩-১ গোলে হারিয়েছে।ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপসকে।

এটি মিয়ামির প্রথম লিগ শিরোপা। ২০২০ সালে যাত্রা শুরু করার পর প্রথমবার চ্যাম্পিয়নদের কাতারে উঠল ডেভিড বেকহামের ক্লাবটি। এই জয়ে ক্লাব ও আন্তর্জাতিক মিলিয়ে মেসির ঝুলিতে যোগ হলো ৪৮তম শিরোপা। একইসঙ্গে এমএলএস কাপের সেরা খেলোয়াড়ও নির্বাচিত হয়েছেন তিনি।

ঘরের মাঠ চেজ স্টেডিয়ামে ম্যাচের শুরুতেই এগিয়ে যায় মায়ামি। ৮ মিনিটে তাদেও আলেন্দের শট ঠেকাতে গিয়ে আত্মঘাতী গোল উপহার দেন ভ্যাঙ্কুভারের এডিয়ের ওকাম্পো। এই গোলে এগিয়ে থেকে প্রথমার্ধে বিরতিতে যায় মিয়ামি।

দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় ভ্যাঙ্কুভার। ৬০ মিনিটে আলি আহমেদের শটে সমতায় ফেরে তারা। এরপরই মেসি জাদু! ৭১ মিনিটে প্রতিপক্ষের অর্ধে বল কেড়ে নেওয়ার পর দুর্দান্ত এক পাস দেন রদ্রিগো ডি পলের দিকে। বল জালে পাঠিয়ে মায়ামিকে এগিয়ে দেন আর্জেন্টাইন মিডফিল্ডার। 

এরপর যোগ করা সময়ের ৯৬তম মিনিটে আবারও মেসির ম্যাজিক। জর্দি আলবার থেকে বল পেয়ে আরেকটা নিখুঁত পাস দেন আলেন্দেকে। গোল করে ব্যবধান ৩-১ করেন আলেন্দে। এরপর শিরোপা উৎসব।।এদিনই ক্যারিয়ারের শেষ ম্যাচ খেললেন সার্জিও বুসকেটস ও জর্দি আলবা। দুই সাবেক বার্সা তারকার বিদায় বরণ হলো শিরোপা উদ্যাপনের মাঝেই।

ব্রিসবেনে ৮ উইকেটের জয় অস্ট্রেলিয়ার, হারের বৃত্তে ইংল্যান্ড

বিশ্বকাপে কবে কখন মাঠে নামবে ব্রাজিল-আর্জেন্টিনা

কেমন হলো আর্জেন্টিনার গ্রুপ

টিভিতে অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের ব্রিসবেন টেস্টসহ আরও যত খেলা

রেকর্ডের বুকে ক্রাইস্টচার্চে

অবশেষে হার মানল আর্সেনাল

ব্রিসবেনেও বিধ্বস্ত ইংল্যান্ড, বিস্ময় ছড়াচ্ছেন স্টার্ক

ফিট নেইমারকেই চান আনচেলত্তি

আন্দ্রে রাসেলের তিন কীর্তি

মোহামেডানের জয়ের দিনে আবাহনীর ড্র