বিএফএলে বোয়েটেংয়ের হ্যাটট্রিক
বাংলাদেশ ফুটবল লিগে (বিএফএল) আজ বড় জয়ে ঘুরে দাঁড়াল মোহামেডান। তারা ৪-০ গোলে হারায় পিডব্লিউডি স্পোর্টস ক্লাবকে। এ ম্যাচে হ্যাটট্রিক করার কীর্তি গড়েছেন ঘানার ফরোয়ার্ড স্যামুয়েল বোয়েটেং। এবারের মৌসুমে লিগে এটি প্রথম হ্যাটট্রিকের রেকর্ড। বড় জয় পেয়ে পয়েন্ট টেবিলে চার নম্বরে উঠে এসেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। পাঁচ ম্যাচ খেলে তাদের অর্জন সাত পয়েন্ট। অন্যদিকে, পাঁচ ম্যাচ খেলে পিডব্লিউডির অর্জন পাঁচ পয়েন্ট।
অপরদিকে মোহামেডানের জয়ের দিনে গোলশূন্য ড্র করেছে ফর্টিস এফসি। বাংলাদেশ পুলিশ এফসি ও ফকিরেরপুলের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। তবে রহমতগঞ্জ ৩-০ গোলে আরামবাগকে হারিয়ে পয়েন্ট টেবিলে দুই নম্বরে উঠে এসেছে। পাঁচ ম্যাচে এখন তাদের অর্জন ১০ পয়েন্ট। আর টেবিলের তিন নম্বরে থাকা ফর্টিসের অর্জন সাত পয়েন্ট।
কুমিল্লায় শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে প্রথম আধঘণ্টা পর্যন্ত মোহামেডানকে আটকে রেখেছিল পিডব্লিউডি। তবে ৩২ মিনিটে মোজাফফরভের গোলে এগিয়ে যায় মোহামেডান। স্পট কিক থেকে গোল করেন এই উজবেক মিডফিল্ডার। বিরতির পর ১৫ মিনিটের ব্যবধানে হ্যাটট্রিক করেন বোয়েটেং।
৬৭, ৭৭ ও ৮২ মিনিটে তিনটি গোল করেন ঘানার এই ফরোয়ার্ড। ফলে নানামুখী সমস্যায় জর্জরিত মোহামেডান কঠিন সময়ে দারুণ একটি জয় পেয়েছে। এই জয়ে পয়েন্ট টেবিলেও উপরে উঠে এলো কোচ আলফাজ আহমেদের দল। ম্যাচের শেষদিকে পিডব্লুডির প্রধান কোচ আনোয়ার হোসেন লালকার্ড দেখে ডাগআউট ছেড়ে যান।
এদিকে কিংস অ্যারেনায় জয়ের মুখ দেখল না আবাহনী। লিগের প্রথম তিন ম্যাচে জয়হীন থাকার পর বাংলাদেশ পুলিশ এফসিকে হারানোর পর হোঁচট খেল তারা। ফর্টিস এফসির বিপক্ষে ড্র করে পয়েন্ট খোয়াল আবাহনী। অন্য ম্যাচে গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে ফকিরেরপুল ইয়ংম্যান্স ক্লাবের সঙ্গে পিছিয়ে পড়েও ১-১ গোলে ড্র করে পুলিশ এফসি।
ফকিরেরপুলের হোসাইন মোহাম্মদ আরিয়ান ও পুলিশের হয়ে ইসা ফয়সাল একটি করে গোল করেন। আর মুন্সীগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে আরামবাগের বিপক্ষে রহমতগঞ্জের হয়ে সলোমন, লিম্বু ও জেম্মেহ জয়ী দলের হয়ে একটি করে গোল করেন।