হোম > খেলা

হামজাদের ম্যাচ থেকে আয় ৪ কোটি টাকা

স্পোর্টস রিপোর্টার

বাফুফের কার্যনির্বাহী সভাশেষে মঙ্গলবার মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু জানালেন, হামজাদের ৩ ম্যাচ থেকে আয় হয়েছে ৪ কোটি টাকা। তিনি বলেন, 'বাংলাদেশ-সিঙ্গাপুরের ম্যাচে ১ কোটি ১৫ লক্ষ টাকা, বাংলাদেশ-হংকং ম্যাচে ১ কোটি ২ লক্ষ ৭ হাজার ৮৭৪ টাকা। বাংলাদেশ-ইন্ডিয়ার ম্যাচে ১ কোটি ৮৮ লক্ষ টাকা। এরপরেও আরো কিছু হয়তো খরচ আছে, সেই খরচগুলা আমরা পরবর্তীতে জানাব।’


বাফুফে সভার অন্যতম আলোচ্য সূচি ছিল এশিয়া কাপ বাছাইয়ের তিন ম্যাচের আয়-ব্যয়। আয় জানানো হলেও ব্যয় জানানো হয়নি। এ প্রসঙ্গে আমিরুল বাবু বলেন, ‘ব্যয় নিয়ে কাজ চলছে। আপনারা বলেছেন এজন্য আয় জানালাম।’ সিঙ্গাপুর ও ভারত ম্যাচের আগে নেপাল ও ভুটানের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলে। সেই ম্যাচের আয়ের বিষয়টি এখনো জানানো হয়নি।


অন্যদিকে, জাতীয় ক্রীড়া পরিষদ বাফুফেকে আটটি স্টেডিয়াম বরাদ্দ দিয়েছে। এর মধ্যে সিলেট স্টেডিয়ামকে গুরুত্ব দিচ্ছে ফুটবল ফেডারেশন। আমিরুল বাবু বলেন, ‘আমরা ফিফার কাছে ইন্টারন্যাশনাল ম্যাচ খেলার জন্য মিটিংয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি সিলেট স্টেডিয়ামকে। সেখানে যাতে করে ইন্টারন্যাশনাল খেলা আমরা খেলাতে পারি সেটার জন্য উপযুক্ত করার জন্য সর্বাত্মক ফিফার সহযোগিতা আমরা চাইব।’

ব্রিসবেনের গোলাপি টেস্টে হট ফেভারিট অস্ট্রেলিয়া

ফুটসাল দলে সাবিনা, কৃষ্ণারা

মেক্সিকোর স্টেডিয়ামের আশপাশ যেন নীরব ‘মৃত্যুপুরী’

পাকিস্তানের বিপক্ষে হেরে সিরিজ শুরু মেয়েদের

বোলারদের দাপটের মঞ্চে এগিয়ে নিউজিল্যান্ড

সিলেটের সহজ জয়, বরিশালের হার

হাল্যান্ডের গোলের সেঞ্চুরিতে রোমাঞ্চকর জয় ম্যানসিটির

অ্যাটলেটিকোকে হারিয়ে শীর্ষস্থান পোক্ত করল বার্সা

শতভাগ ফিট হলেই বিশ্বকাপ দলে জায়গা পাবে নেইমার-ভিনি: আনচেলত্তি

বিসিবি নয়, ক্লাব চাইলে লিগ হবে, সংগঠকদের হুমকি