হোম > খেলা

ফুটবলারদের ডোপিংয়ের দায়ে বিশ্বকাপ বাছাই থেকে বাদ পড়তে পারে বলিভিয়া

স্পোর্টস ডেস্ক

বলিভিয়া বিশ্বকাপে খেলেছে ১৯৩০, ১৯৫০ ও ১৯৯৪ সালে। দীর্ঘ বিরতি শেষে ফের ফুটবলের বৈশ্বিক আসরে খেলার স্বপ্ন দেখছিল দেশটি। কিন্তু দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের শেষ মুহূর্তে এসে বিপদের কালো মেঘ জমেছে তাদের আকাশে। বিশ্বকাপে খেলার স্বপ্নই গুঁড়িয়ে যেতে যাবে খেলোয়াড়দের ডোপ সেবনের দায়ে।


বলিভিয়ার দুই ফুটবলারে বিরুদ্ধে ডোপ সেবনের অভিযোগ উঠেছে। অভিযোগ প্রমাণিত হলে শাস্তি হিসেবে পয়েন্ট কেটে নিতে পারে দক্ষিণ আমেরিকার ফুটবলের সর্বোচ্চ সংস্থা কনমেবল। আর সত্যিই এমনটা হলে ২০২৬ বিশ্বকাপে খেলার টিকিট খুইয়ে ফেলতে পারে লাতিন আমেরিকার দলটির।


বলিভিয়ার সংবাদ মাধ্যমগুলো বলছে, বোরিস সেসপেদেস ও রামিরো ভাকা উচ্চতার প্রভাব কমাতে নিষিদ্ধ ওষুধ সেবন করেছিলেন। সেসপেদেসের বিরুদ্ধে অভিযোগ ডোপ নিয়ে বিশ্বকাপ বাছাইয়ে চিলি ও উরুগুয়ের বিপক্ষে খেলেছেন। আর রামিরো ভাকার খেলেছেন কোপা লিবার্তাদোরেসে। দুজনের এমন অনাকাঙ্ক্ষিত কাণ্ডে মহাদেশীয় ফুটবলের অভিভাবক সংস্থাটি বলিভিয়ার বিশ্বকাপ বাছাইপর্বের পয়েন্ট কেটে নিতে পারে। ডোপ কেলেঙ্কারির শাস্তি পেলে মাত্র দুই ম্যাচ বাকি থাকতে বলিভিয়া বাদ পড়বে বিশ্বকাপে ওঠার লড়াই থেকে।


এখন ১৭ পয়েন্ট নিয়ে লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের পয়েন্ট তালিকায় আটে রয়েছে বলিভিয়া। প্লে-অফের স্পটে থাকা ভেনিজুয়েলার থেকে মাত্র এক পয়েন্ট পিছিয়ে তারা। শাস্তি কার্যকর হলেও প্লে অফ খেলার সুযোগও হাতছাড়া করবে তারা।

বাংলাদেশের সমর্থনে আইসিসিকে চিঠি পাঠাল পিসিবি

গুরুত্বপূর্ণ লড়াইয়ে বার্সা-লিভারপুল-বায়ার্ন

টিভির পর্দায় ভারত-নিউজিল্যান্ড প্রথম টি-টোয়েন্টিসহ আরও যত খেলা

বিশ্বকাপ প্রশ্নে উত্তরহীন লিটন

বৃষ্টিতে ভাসল যুবাদের ম্যাচ

ফাইনালে ‘বিসিবির’ দল চট্টগ্রাম

হাই ভোল্টেজ ম্যাচের তারা খালেদ

ক্লাবগুলোর অনুরোধেই ফুটবল লিগ স্থগিত

শেষ বলের রোমাঞ্চে ফাইনালের আশায় সিলেট

সাফ ফুটসালে দ্বিতীয় জয় বাংলাদেশের