হোম > খেলা

রোনালদোকে 'কাঁদুনে বাচ্চা' বলে ব্যঙ্গ আইরিশ সমর্থকদের

স্পোর্টস ডেস্ক

বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে ২-০ গোলে হেরে গেছে পর্তুগাল। তাতে অপেক্ষা বাড়ল বিশ্বকাপে খেলার। এই ম্যাচে আরও একটি দুঃসংবাদ পেয়েছে তারা। প্রতিপক্ষের খেলোয়াড়কে কনুই দিয়ে আঘাত করে লাল কার্ড দেখেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ম্যাচশেষে কান্নার অঙ্গভঙ্গি করার কারণে 'কাঁদুনে বাচ্চা' তকমাও জুটেছে পর্তুগিজ অধিনায়কের ভাগ্যে!

ম্যাচে বিপক্ষে ৬১তম মিনিটে লাল কার্ড দেখেন রোনালদো। দলটির ডিফেন্ডার দারা ও’শেয়ার পিঠে কনুই মেরে বসায় রোনালদোকে প্রথমে হলুদ কার্ড দেখান রেফারি। কিন্তু ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রযুক্তির মাধ্যমে যাচাইয়ের পর সিদ্ধান্ত বদলে যায় এবং রোনালদোকে লাল কার্ড দেখানো হয়।

লাল কার্ডের পর আয়ারল্যান্ডের বস হেইমির হলগ্রিমসনের মুখোমুখি হওয়ার আগে কান্নার অঙ্গভঙ্গি করেন রোনালদো। আর এতেই ব্যঙ্গ করার উপলক্ষ্য পেয়ে যান আইরিশ সমর্থকরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে রোনালদোকে ধঁয়ে দিয়েছেন তারা।

এক সমর্থক এক্স-এ পোস্ট করেছেন, 'বড় শিশু রোনালদো।' অন্য একজন মন্তব্য করেছেন, 'রোনালদো, ৪০ বছর বয়সী শিশু।' অন্য একজন লিখেছেন, 'ক্রিস্টিয়ানো রোনালদো হয়তো সর্বকালের সবচেয়ে বড় কাঁদুনে বাচ্চা।' আরেকটি বার্তায় লেখা ছিল, 'রোনালদো ৪০ বছর বয়সী বড় শিশুটি একটি রাতের হারই হজম করতে পারে না!'

এমবাপ্পে জাদুতে বিশ্বকাপের টিকিট পেল ফ্রান্স

ব্যাটে বলে বাংলাদেশের সিলেট জয়

চতুর্থ দিনে আয়ারল্যান্ডের প্রতিরোধ

ভারত ম্যাচে হামজা ও জায়ানের খেলা নিয়ে শঙ্কা নেই

পর্তুগালের হারের ম্যাচে রোনালদোর লাল কার্ড

সমাধান খুঁজে পাচ্ছেন না কোচ কাবরেরা

টিভির পর্দায় বাংলাদেশ-আয়ারল্যান্ড টেস্টের চতুর্থ দিনের খেলা

জাহানারা ইস্যুতে সরব নারী ক্রিকেট অ্যাসোসিয়েশন

দুই পদক জিতে মিশন শেষ করল বাংলাদেশ

হামজা ম্যাজিকের পরও জয় বঞ্চিত বাংলাদেশ