হোম > খেলা

মোহামেডান-কিংস কেউই জেতেনি

স্পোর্টস রিপোর্টার

ফেডারেশন কাপে গ্রুপপর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে আজ মঙ্গলবার পরস্পরের মুখোমুখি হয়েছিল মোহামেডান ও বসুন্ধরা কিংস। পাল্টাপাল্টি আক্রমণে দুদলের ম্যাচটি জমে উঠলেও জেতেনি কেউই। ম্যাচটি গোলশূন্য ড্রয়ে শেষ হয়। এতে ‘এ’ গ্রুপে তিন ম্যাচ খেলে মোহামেডানের পয়েন্ট দাঁড়াল ৫। তালিকায় তাদের অবস্থান দুই নম্বরে। অন্যদিকে বসুন্ধরা কিংস দুই ম্যাচ খেলে ২ পয়েন্ট অর্জন করেছে। তালিকায় তাদের অবস্থান চার নম্বরে।

কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে মোহামেডান ও কিংসের ম্যাচটি হওয়ার কথা ছিল গত ১৬ ডিসেম্বর। কিন্তু বিজয় দিবসের কুচকাওয়াজ থাকায় ম্যাচটি পিছিয়ে দেয় বাফুফে। এ ম্যাচে ড্র করে লাভ হয়েছে মোহামেডানের। অন্তত এক পয়েন্ট অর্জন করেছে সাদা-কালো জার্সিধারীরা। তবে দুদলের ম্যাচটি উত্তাপ ছড়ালেও শেষ পর্যন্ত গোলের মুখ দেখেনি কেউই। খেলার শুরুতে বিপদে পড়তে পারত মোহামেডান। গোলরক্ষক সুজন হোসেনের দক্ষতায় বেঁচে যায় তারা।

রাকিবের নেওয়া শটে কিংসের গোলের সুযোগ ব্যর্থ করে দেন সুজন। ২১ মিনিটে সোহেল রানার লং পাস বক্সে রাকিব নাগাল পাওয়ার আগেই সুজন বল গ্লাভসবন্দি করেন। এরপর বক্সের সামনে কিংসের সানডেকে ফাউল করে রেফারির সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে হলুদ কার্ড দেখেন এলি কেকে। ফয়সাল আহমেদ ফাহিমের ফ্রি কিকে বল পোস্টের বাইরে দিয়ে চলে যায়। পরে রেফারির সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করে বল গ্যালারিতে পাঠিয়ে হলুদ কার্ড দেখেন মোহামেডানের মরিসন।

৩১ মিনিটে ভুল পাসে বল পেয়ে যান নাবীব নেওয়াজ জীবন। কিন্তু এই ফরোয়ার্ডের নেওয়া শটে বল মোহামেডানের পোস্ট ঘেঁষে বাইরে চলে যাওয়ায় হতাশা বাড়ে কিংসে। ফলে ঘটনাবহুল প্রথমার্ধে কোনো গোল পায়নি মোহামেডান ও কিংস। বিরতির পর খেলতে নেমে বেশকিছু সুযোগ তৈরি করে দুদল। কিন্তু শেষ পর্যন্ত গোলশূন্য থাকতে হয় তাদের।

৬১ মিনিটে মোজাফ্ফরভের বাঁকানো ফ্রি কিক রুখে দেন কিংস গোলরক্ষক আনিসুর রহমান জিকো। ৭৮ মিনিটে ফাহিমের কর্নারে ইমানুয়েল টনির দুর্বল হেড ফেরান মোহামেডান গোলরক্ষক সুজন। শেষদিকে আর ডেডলক খুলতে না পারায় পয়েন্ট ভাগাভাগি করে ঘরোয়া ফুটবলের বড় দুটি ক্লাব।

অ্যাশেজ শেষ কামিন্সের, বিশ্বকাপেও অনিশ্চিত

আন্তর্জাতিক ব্যাডমিন্টনে রিয়াদুল-তনয়ের জয়

ঋতুপর্ণাকে ঘিরে শিরোপার স্বপ্ন রাজশাহীর

নেইমার এখন আর ফুটবলের নয়, প্রচার আর বিপণনের জন্য

ভারতের বিরুদ্ধে অভিযোগ জানাবে পাকিস্তান

৫ উইকেটের কীর্তি গড়লেন প্রিয়ান্দানা

সালাহর গোলে জিতল মিসর

অভিষেক রঙিন করার স্বপ্নে নোয়াখালী এক্সপ্রেস

র‌্যাংকিংয়ে পরিবর্তন নেই বাংলাদেশের

ভারতকে হারিয়ে বড় পুরস্কার পেলেন পাকিস্তানের যুবারা