হোম > খেলা

দলীয় পারফর্ম্যান্সে জয় আসায় খুশি শান্ত

স্পোর্টস রিপোর্টার

সংবাদ সম্মেলন শেষে ড্রেসিংরুমে ফেরার পথে সাংবাদিকদের সঙ্গে খানিকটা মজা করলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তাতেই বোঝা যাচ্ছিল আয়ারল্যান্ডকে ইনিংস ও ৪৭ রানের ব্যবধানে হারানোয় দল কতটা উজ্জীবিত আছে। অধিনায়কের এমন হাসিখুশি থাকার কারণ হয়তো দুটিÑপ্রথমত, দলগত পারফরম্যান্সে ম্যাচ জয়। দ্বিতীয়ত, নিজেও পেয়েছেন রানের দেখা। এমন দারুণ জয়ের পর সংবাদ সম্মেলনে এসে নাজমুল হোসেন শান্ত সরাসরিই জানিয়ে দিলেন, এই জয়ের কৃতিত্ব সবার। অবশ্য সবাইকে কৃতিত্ব না দিয়েও উপায় নেই। সিলেটের স্পোর্টিং উইকেটে ব্যাটে-বলে পারফর্ম করেছেন সবাই।

ব্যাট হাতে পাহাড়সম স্কোর করার আগে-পরে বল হাতে নিজেদের সেরাটা দিয়েছেন বাংলাদেশি ক্রিকেটাররা। দুই ইনিংসেই আয়ারল্যান্ডকে অল্প রানে আটকে দেওয়ার কৃতিত্ব বোলারদের। আর নিজেদের একমাত্র ইনিংসে ব্যাটারদের দারুণ ব্যাটিংয়ে ৫৮৭ রানের সংগ্রহ পেয়েছিল বাংলাদেশ। এ নিয়ে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন, ‘আমি ব্যাটারদের এখানে ক্রেডিট দেব, স্পেশালি বোলারদেরও ক্রেডিট দেব।’ ব্যাটারদের কৃতিত্ব দিয়ে তিনি বলেন, ‘আপনি দেখেন, যে কজন রান করেছে জয় ১৭০, মুমিনুল ভাই ৮০, সাদমান ৮০, প্রত্যেকটা শট যখন তারা ম্যাচে যেটা খেলেছে, সবগুলো এক্সিকিউট করা লেগেছে। সো, এক্সিকিউশন না হলে কিন্তু আউট হয়ে যেত। আমরা কিন্তু এর আগে জিম্বাবুয়ের সঙ্গে এখানে হেরে গিয়েছিলাম।’

বোলারদের প্রশংসা করে শান্তর ভাষ্য ছিল, ‘বোলিং ইউনিট প্রত্যেকটা জায়গায় আমাদের ওই প্ল্যানটা এক্সিকিউট করা লেগেছে এবং যেটা আমরা করতে পেরেছি, এটা শুধু যে অপোনেন্টের কারণে তা না, যদি প্রপার স্কিল না থাকে বা মেন্টালিটি যদি ঠিক না থাকে, এটা করা সম্ভব না। সো, আমার মনে হয় যে ক্রেডিটটা পুরো ব্যাটিং এবং বোলিং ইউনিটকে দেওয়া উচিত।’ সিলেট টেস্টে এমন দারুণ জয়ের পর অধিনায়ক শান্তর লক্ষ্য মিরপুরেও জয় নিশ্চিত করা। বিশেষত মুশফিকুর রহিমের শততম টেস্ট বলে আরো বেশি করে জয় চাচ্ছেন তিনি। এ নিয়ে শান্ত বলেন, ‘অবশ্যই অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। খুবই এক্সাইটেড। প্লেয়ার হিসেবে আমরা চাই ওই দিন বা পুরো পাঁচটি দিন উপভোগ করব।’

সিলেটে এই জয় দিয়ে নিজের অধিনায়কত্বের দ্বিতীয় দফা শুরু করা শান্ত গত জুনে ছেড়ে দেন নেতৃত্ব। ফের দায়িত্ব নেওয়ার আগে দীর্ঘ সময় দায়িত্বভার কাঁধে ছিল না। এ সময় নিজেকে বেশ ভালো সময় দিয়েছেন জানিয়ে শান্ত বলেন, ‘অনেকটা রিল্যাক্স হয়ে গিয়েছিলাম এবং এনজয় করেছি পুরো সময়টা, নিজেকে সময় দিয়েছি, পাশাপাশি ফ্যামিলিকে সময় দিয়েছি, নিজের ক্রিকেটটা আরেকটু কীভাবে ইম্প্রুভ করা যায় স্কিল ওয়াইজ, মেন্টালিÑএ বিষয়গুলো নিয়ে কাজ করেছি। বাট আমি মনে করি যে ওই সময় আমার খুব ভালো কেটেছে।’

ক্যাম্প ন্যুতে বসবে মেসির ভাস্কর্য

সূর্যবংশীর বিস্ফোরক ব্যাটিং, ৩২ বলে সেঞ্চুরি

শেষ মুহূর্তে গোল হজমে যে ব্যাখ্যা দিলেন কাবরেরা

সিরিজ জয়ের লক্ষ্যে ভালো শুরু পাকিস্তানের

পাকিস্তানের কাছে হেরে স্বপ্নভঙ্গ বাংলাদেশের

এমবাপ্পের ৪০০ গোল, ছুঁতে চান এক হাজারের মাইফলকও

১০ লাখ টাকা করে পাচ্ছেন তিন পদকজয়ী আর্চার

বুমরাহর ৫ উইকেট, দক্ষিণ আফ্রিকা ১৫৯ অলআউট

ড্রয়ে হতাশ হামজা, নজরে ভারত ম্যাচ

এমবাপ্পে জাদুতে বিশ্বকাপের টিকিট পেল ফ্রান্স