প্রথম শ্রেণির ক্রিকেটে চারদিনের ম্যাচে টানা আট বলে আট ছক্কা হাঁকিয়ে দ্রুততম ফিফটির রেকর্ড গড়েছেন ভারতের আকাশ কুমার। মাত্র ১১ বলে ৫০ ছুঁয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে দ্রুততম ফিফটি এখন আকাশের।
রেকর্ড দুটি হয়েছে রঞ্জি ট্রফির প্লেট গ্রুপে মেঘালয়া–অরুণাচল ম্যাচে। মেঘালয়ার প্রথম ইনিংসের ১২৬তম ওভারে বাঁহাতি স্পিনার লিমার দাবির বলে টানা ছয় ছক্কা মারেন আকাশ।
রবি শাস্ত্রী ও স্যার গ্যারি সোবার্সের পর প্রথম শ্রেণির ক্রিকেটে এক ওভারে ছয় ছক্কা হাঁকানো তৃতীয় ক্রিকেটার আকাশ।