বিপিএলের প্রথম দুই আসরের পর আর হয়নি নিলাম। প্রত্যেকবারই প্লেয়ার ড্রাফটের মাধ্যমে দলগুলো নিজেদের পছন্দের ক্রিকেটারদের দলে ভিড়িয়েছে। বিপিএলের আগামী আসরের আগে ফের নিলাম পদ্ধতিতে ফিরে যাচ্ছে বিসিবি। দলগুলোর চাহিদার কারণে এবার নিলাম আয়োজন করার পক্ষে বিসিবি। এমনটাই জানিয়েছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু।
আসন্ন বিপিএলের দল চূড়ান্ত করার দিনে নিলাম আয়োজনের দাবি পেয়েছিল বিসিবি। ফ্রাঞ্চাইজিদের আগ্রহের কারণে নিলাম পদ্ধতি ফেরানোর পক্ষে। এ নিয়ে ইফতেখার রহমান মিঠু আমার দেশকে বলেন, ‘অনেক ক্রিকেটারের গ্রেডিং নিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের কথা হয়। গ্রেডিং ঠিকঠাক হয় না বলেও অভিযোগ ওঠে। সে কারণে নিলাম নিয়ে চিন্তাভাবনা করা হচ্ছে। তাতে খেলোয়াড়দের দাম নির্ধারণ করবে ফ্রাঞ্চাইজিগুলো।’
বিপিএলে নিলাম পদ্ধতি ফেরানো হলে দলগুলোর বাজেট নির্ধারণ করে দেওয়ার পক্ষে বিসিবি। সেক্ষেত্রে ওই বাজেট কোনোভাবে অতিক্রম করতে পারবে না দলগুলো। অর্থাৎ, আইপিএলের নিলাম পদ্ধতি অনুসরণ করতে চায়। শেষ পর্যন্ত নিলাম নাকি প্লেয়ার ড্রাফটের মাধ্যমে দলগুলো খেলোয়াড়দের দলে ভেড়াতে পারবে তা নির্ধারিত হবে আগামীকাল।
ফ্রাঞ্চাইজিগুলোর সঙ্গে বসে আজ বৈঠক করার কথা রয়েছে বিপিএল গভর্নিং কাউন্সিলের। এছাড়া দলগুলো কতজন বিদেশি খেলোয়াড় দলে নিতে পারবে এবং ডিরেক্ট সাইনিংয়ের মাধ্যমে কতজন ক্রিকেটারকে ভেড়াতে পারবে সেটাও নির্ধারণ করা হবে আজ।