হোম > খেলা

শেষদিনে হবে শিরোপা নিষ্পত্তি

ডিপিএল

স্পোর্টস রিপোর্টার

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গাজী গ্রুপ ক্রিকেটার্সের কাছে হারলেই শিরোপা দৌড় থেকে ছিটকে যাবে মোহামেডান। এমন সমীকরণে মাঠে নামা দলটি ম্যাচ প্রায় হারতেই বসেছিল। শেষ পর্যন্ত শেষ ওভারের থ্রিলারে ম্যাচ জিতে শিরোপা দৌড়ে টিকে আছে ঐতিহ্যবাহী ক্লাবটি। মিরপুরে গাজী গ্রুপের ছুঁড়ে দেওয়া ২৩৭ রানের লক্ষ্য ছুঁতে শেষ বল পর্যন্ত লড়াই করতে হয়েছে তাদেরকে। অন্যদিকে লিজেন্ডস অব রূপগঞ্জকে একরকম উড়িয়েই দিয়েছে মোহামেডানের চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী। আর অগ্রণী ব্যাংকের কাছে ১৩৭ রানের বড় ব্যবধানে হেরেছে গুলশান ক্রিকেট ক্লাব।

মিরপুরে আগে ব্যাটিংয়ে নেমে মুনিম শাহরিয়ারের ৮০ রানে ভর করে ২৩৬ রানের সংগ্রহ পায় গাজী গ্রুপ। মোহামেডানের হয়ে মোস্তাফিজুর রহমান ও মোহাম্মদ সাইফউদ্দিন তিনটি করে উইকেট নেন। জবাবে, মুহূর্তে মুহূর্তে রঙ বদলানো ম্যাচে রনি তালুকদারের ৫৫ ও মাহমুদউল্লাহ রিয়াদের ৪৯ রানে ভর করে জয়ের ভিত পায় মোহামেডান। শেষ ওভারের থ্রিলারের আগে মোহামেডানের জয়ের জন্য দরকার ছিল ১২ রান। ওই সমীকরণ শেষ দুই বলে দাঁড়ায় ৭ রানে। ওই কঠিন লক্ষ্য নাসুম আহমেদের ব্যাটে ভর করে সহজে পৌঁছে যায় মোহামেডান। তাতে ৪ উইকেটের জয়ে ১৫ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে টেবিলের দুই নম্বরে আছে মোহামেডান।

অন্যদিকে লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে ৭ উইকেটের জয়ে ২৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে আবাহনী। আগে ব্যাটিংয়ে নেমে মেহেদি মারুফের ৪৮ ও চৌধুরী মোহাম্মদ রিজওয়ানের ৪০ রানে ভর করে লিজেন্ডস অব রূপগঞ্জের সংগ্রহ দাঁড়ায় ৯ উইকেটে ২২৫ রান। আবাহনীর হয়ে মোসাদ্দেক হোসেন সৈকত ৪১ রানে নেন ৪ উইকেট। জবাবে, ওপেনার শাহরিয়ার কমলকে দ্রুত হারালেও শেষ পর্যন্ত সহজ জয় পায় আবাহনী। পারভেজ হোসেন ইমনের ৭৩ ও জিসান আলমের ৬৩ রানে ভর করে ৭৫ বল আগে জয় নিশ্চিত করে দলটি। শেষ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডানের বিপক্ষে জয় পেলেই শিরোপা থাকবে তাদের ঘরে। হারলে দেড় দশকের বেশি সময় পর শিরোপা যাবে মোহামেডানের ঘরে।

বিকেএসপির অন্য ম্যাচে ইমরানুজ্জামানের সেঞ্চুরিতে ১২৩ রানে ভর করে ৭ উইকেটে ৩৪০ রানের বড় সংগ্রহ পায় অগ্রণী ব্যাংক। গুলশানের হয়ে মঈনুল ইসলাম ৫৪ রানে তিন উইকেট নেন। ৩৪১ রানের বড় লক্ষ্যে খেলতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে গুলশানের ইনিংস থামে ২০৩ রানে। গুলশানের হয়ে শাকিল হোসেন ৫৯ ও নিহাদুজ্জামানের ব্যাটে আসে ৪৯ রান। অগ্রণীর হয়ে সন্দীপ রায় ৩৫ রানে নেন ৫ উইকেট।

সংক্ষিপ্ত স্কোর:

মোহামেডান-গাজী গ্রুপ

গাজী গ্রুপ: ২৩৬/১০ (মুনিম ৮০, পারভেজ জীবন ৩৩, সাইফউদ্দিন ৩/৪২)

মোহামেডান: ২৩৭/৬ (রনি ৫৫, রিয়াদ ৪৯, শামীম ২/২৯)

ফল: মোহামেডান ৪ উইকেটে জয়ী

আবাহনী-লিজেন্ডস অব রূপগঞ্জ

লিজেন্ডস অব রূপগঞ্জ: ২২৫/৯ (মারুফ ৪৮, রিজওয়ান ৪০, মোসাদ্দেক ৪/৪১)

আবাহনী: ২২৬/৩ (ইমন ৭৩, জিসান ৬৩, স্বাধীন ১/৩৬)

ফল: আবাহনী ৭ উইকেটে জয়ী।

অগ্রণী ব্যাংক-গুলশান

অগ্রণী ব্যাংক: ৩৪০/৭ (ইমরান ১২৩, তাইবুর ৬০, মঈনুল ৩/৫৪)

গুলশান: ২০৩/১০ (সাকিল ৫৯, নিহাদ ৪৯, সন্দীপ ৫/৩৫)

ফল: অগ্রণী ১৩৭ রানে জয়ী।

বাংলাদেশের সমর্থনে আইসিসিকে চিঠি পাঠাল পিসিবি

গুরুত্বপূর্ণ লড়াইয়ে বার্সা-লিভারপুল-বায়ার্ন

টিভির পর্দায় ভারত-নিউজিল্যান্ড প্রথম টি-টোয়েন্টিসহ আরও যত খেলা

বিশ্বকাপ প্রশ্নে উত্তরহীন লিটন

বৃষ্টিতে ভাসল যুবাদের ম্যাচ

ফাইনালে ‘বিসিবির’ দল চট্টগ্রাম

হাই ভোল্টেজ ম্যাচের তারা খালেদ

ক্লাবগুলোর অনুরোধেই ফুটবল লিগ স্থগিত

শেষ বলের রোমাঞ্চে ফাইনালের আশায় সিলেট

সাফ ফুটসালে দ্বিতীয় জয় বাংলাদেশের