দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচেও জিতল পাকিস্তান। সেই সঙ্গে নিশ্চিত করল সিরিজও। বাবর আজমের রেকর্ড গড়া ফিফটিতে ৪ উইকেটে জিতেছে সালমান আলী আঘার দল। তাতে ২-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করেছে পাকিস্তান।
ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে রিজা হেনড্রিকসের ৩৪ ও কোরবিন বোশের ৩০ রানে ভর করে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৩৯ রান করে দক্ষিণ আফ্রিকা। জবাবে বাবরের ৬৮ ও সালমানের ৩৩ রানে ভর করে ৬ বল বাকি থাকতেই জয় তুলে নেয় পাকিস্তান।
এই ম্যাচে ফিফটি করার মধ্যে দিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টি সর্বাধিক পঞ্চাশোর্ধ্ব ইনিংসের মালিক হলেন বাবর (৪০)। বাবর পেছনে ফেলেছেন ৩৯ পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলা ভারতের বিরাট কোহলিকে।
সংক্ষিপ্ত স্কোর
দ. আফ্রিকা : ২০ ওভারে ১৩৯/৯ (হেনড্রিকস ৩৪, বোশ ৩০*; শাহিন ৩/২৬)।
পাকিস্তান : ১৯ ওভারে ১৪০/৬ (বাবর ৬৮, সালমান ৩৩; বোশ ২/২৪)।
ফল : পাকিস্তান ৪ উইকেটে জয়ী।