ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) রেলিগেশন লিগের প্রথম ম্যাচে পারটেক্স স্পোর্টিং ক্লাবের বিপক্ষে ১৯ রানে হেরেছে শাইনপুকুর। মিরপুরে আগে ব্যাটিংয়ে নেমে ৭ উইকেটে ২৬৪ রানের সংগ্রহ পায় পারটেক্স স্পোর্টিং ক্লাব। রুবেল মিয়ার সেঞ্চুরিতে এই সংগ্রহ পায় দলটি। শাইনপুকুরের হয়ে ৫৪ রানে তিন উইকেট নেন শাহীন আলম। ২৬৫ রানের লক্ষ্যে খেলতে নেমে অধিনায়ক রায়ান রাফসান ৫৯ ও শাহরিয়ার সাকিবের ৪৯ রানে ভর করে মাত্র ২৪৫ রানে থামে শাইনপুকুরের ইনিংস। পারটেক্সের হয়ে আলাউদ্দিন বাবু ও ইয়াসিন মুনতাসির তিনটি করে উইকেট নেন। এই হারে শাইনপুকুরের প্রথম বিভাগে নেমে যাওয়াটা একরকম নিশ্চিত হয়ে গেল।