হোম > খেলা

ক্রিকেটারদের কন্ডিশনিং ক্যাম্প শুরু ১ ফেব্রুয়ারি

স্পোর্টস রিপোর্টার

আইসিসি ভেন্যু বদল না করায় বাংলাদেশ দলের বিশ্বকাপে খেলা হচ্ছে না। আগামী মার্চের আগে নেই কোনো আন্তর্জাতিক ম্যাচ। এমনকি ঘরোয়া ক্রিকেটের ম্যাচ কবে নাগাদ মাঠে গড়াবে সেই নিশ্চয়তাও নেই। ফলে ক্রিকেটারদের জন্য এখন অবসর সময়। মাঠের ক্রিকেটে ব্যস্ততা না থাকলেও বিসিবি তাদের জন্য নতুন পরিকল্পনা শুরু করেছে। আগামী ১ ফেব্রুয়ারি থেকে মিরপুরে ক্রিকেটারদের জন্য বিশেষ ক্যাম্প শুরু করতে যাচ্ছে বিসিবি। তবে কতদিন পর্যন্ত এই ক্যাম্প চলবে সেই সিদ্ধান্ত এখনো চূড়ান্ত হয়নি।

বিশ্বকাপে না যাওয়ায় আপাতত ছুটিতে আছেন কোচ ফিল সিমন্স। অন্যান্য বিদেশি কোচরা ছুটিতে যাচ্ছেন কি না—সে বিষয়ে চূড়ান্ত কিছু জানায়নি বিসিবি। বিদেশি কোচরা ছুটিতে থাকলেও দেশি দুই কোচ মোহাম্মদ সালাউদ্দিন ও মোহাম্মদ আশরাফুলের অধীনে ক্যাম্প করবে জাতীয় দলের ক্রিকেটাররা। সেখানে আসন্ন বিসিএলকে লক্ষ্য রেখে অনুশীলন করবে ক্রিকেটাররা। সেখানে সাদা বলের পাশাপাশি লাল বলের অনুশীলনও হবে বলে জানা গেছে।

এই কন্ডিশনিং ক্যাম্পে ক্রিকেটাররা কাজ করবেন নিজেদের দুর্বলতা নিয়ে। চলতি বছরে দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজে দারুণ পারফর্ম করে তারপরেই আসন্ন ওয়ানডে বিশ্বকাপ নিশ্চিত করতে হবে বাংলাদেশ দলকে। ফলে এই ক্যাম্পে ওয়ানডের প্রস্তুতিকেই দেওয়া হবে বাড়তি গুরুত্ব। এছাড়া আলাদাভাবে ক্রিকেটারদের স্কিল নিয়েও কাজ করার কথা রয়েছে এই ক্যাম্পে।

টিভির পর্দায় নারী বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশ-স্কটল্যান্ড ম্যাচসহ আরও যত খেলা

সংবর্ধনা ও ভালবাসায় সিক্ত সাফ ফুটসালজয়ীরা

শ্রীলঙ্কায় ভারত-পাকিস্তানের নিরাপত্তার দায়িত্বে এলিট ফোর্স

ফাইনালে সাবালেঙ্কা-রাইবাকিনা মুখোমুখি

১৮ ফেব্রুয়ারি থেকে বিসিএল

সাইম ঝলকে সিরিজে এগিয়ে গেল পাকিস্তান

বিশ্বকাপে যাচ্ছেন আম্পায়ার গাজী সোহেল

দেশে ফিরেছে সাফ ফুটসাল জয়ী নারীরা

ফিক্সিংয়ের অভিযোগে নিষিদ্ধ যুক্তরাষ্ট্রের তারকা ক্রিকেটার

শেষ মিনিটে বেনফিকার বাজিমাত, রিয়ালের হার