হোম > খেলা

আসিফের বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে মিছিল-আল্টিমেটাম

স্পোর্টস রিপোর্টার

ফুটবল ও ফুটলারদের নিয়ে বিতর্কিত মন্তব্যের কারণে বিসিবি পরিচালক ও জনপ্রিয় গায়ক আসিফ আকবরের বিরুদ্ধে ফুঁসে উঠেছে ফুটবলাঙ্গন। আজ বুধবার সকালে জাতীয় স্টেডিয়ামে সাবেক ফুটবলার, কোচ ও সংগঠকরা আসিফের বক্তব্য প্রত্যাহার ও ক্ষমা চাওয়ার দাবিতে প্রতিবাদী মৌন মিছিল বের করেন। তাদের এই মিছিল জাতীয় স্টেডিয়ামের এক নম্বর গেট থেকে প্রেস ক্লাব প্রদক্ষিণ করে আবার স্টেডিয়ামে ফিরে এসে শেষ হয়।

ফুটবল কোচ মারুফুল হক বলেন, ‘আমাদের মৌন মিছিলের পর আসিফ আকবর যদি তিন দিনের মধ্যে নিজের বক্তব্য প্রত্যাহার না করেন এবং ক্ষমা না চান, তাহলে আমরা আমাদের মুরব্বিদের সঙ্গে আলোচনা করে কঠোর কর্মসূচি ঘোষণা করব।’ তিনি আরো বলেন, ‘আমরা যে ভদ্র সেটা শান্তিপূর্ণ প্রতিবাদী মৌন মিছিলের মাধ্যমে প্রমাণ করব। কোনো প্রকার অশালীন কিছু বলা হবে না।’

সাবেক ফুটবলার জাহিদ হাসান এমিলি বলেন, ‘গতকালও (মঙ্গলবার) তিনি মিডিয়ায় নানা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন তার বক্তব্যের। তিনি সরাসরি ফুটবলারদের ব্যবহার খারাপ বলেছেন। বর্তমান-সাবেক কোনো ফুটবলারই তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। এরপরও যদি তিনি ক্ষমা না চান কঠিন পদক্ষেপ নিতে বাধ্য হব আমরা।’

সাবেক জাতীয় ফুটবলার আবদুল গাফফার, কায়সার হামিদ, বিপ্লব ভট্টাচার্য্য, মোহামেডানের কোচ আলফাজ আহমেদ, ম্যানেজার ইমতিয়াজ আহমেদ নকীব, বাফুফে সদস্য ইকবাল হোসেন, ছাইদ হাসান কানন, গোলাম গাউস, সাইফুর রহমানসহ প্রায় শতাধিক ব্যক্তি মিছিলে অংশ নেন। মোহামেডান, রহমতগঞ্জ ক্লাব, বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরামসহ ফুটবলসংশ্লিষ্ট আরও অনেক ব্যক্তি, প্রতিষ্ঠান ব্যানার ও ফেস্টুন নিয়ে প্রতিবাদ মিছিলে অংশ নেন।

পাকিস্তানের সিরিজ জয় নাকি শ্রীলঙ্কার সমতা

বিশ্বকাপের বাছাইয়ে খেলতে চায় হকি দল

দল বাড়ছে টেস্ট চ্যাম্পিয়নশিপে, চালুর পথে ওয়ানডে সুপার লিগ

বিশ্বকাপে দলের ‘বোঝা’ হতে চান না মেসি

দেখে শুনে খেলেই বড় হয়েছে ইনিংস, বললেন সাদমান

আচরণবিধি ভেঙ্গে শাস্তি পেলেন রানা

জয়ের সেঞ্চুরি, সাদমান-মুমিনুলে বাংলাদেশের দিন

ওপেনিংয়ে জুটিতে সাদমান-জয়ের রেকর্ড

অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য ক্ষমা চেয়েছেন বিসিবি সভাপতি আমিনুল

বাংলাদেশের রৌপ্য পদক নিশ্চিত