হোম > খেলা

বোয়েটাংয়ের হ্যাটট্রিকে জিতল মোহামেডান, পয়েন্ট খোয়াল কিংস

ফেডারেশন কাপ শুরু

স্পোর্টস রিপোর্টার

মোহামেডানের জয়ের নায়ক হ্যাটট্রিকম্যান ঘানার ফরোয়ার্ড স্যামুয়েল বোয়াটাং

বাংলাদেশ প্রিমিয়ার লিগের নতুন আসর সামনে রেখে শুরু হয়েছে ফেডারেশন কাপ। আজ টুর্নামেন্টের উদ্বোধনী দিন রোমাঞ্চকর জয় পেয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। তারা ৩-২ গোলে হারায় বাংলাদেশ পুলিশ এফসিকে। জয়ের নায়ক হ্যাটট্রিকম্যান ঘানার ফরোয়ার্ড স্যামুয়েল বোয়েটাং। কুমিল্লার হোম ভেন্যুতে ম্যাচে দুইবার পিছিয়ে পড়েও বোয়েটাংয়ের নৈপুণ্যে জয়ের আনন্দ নিয়ে মাঠ ছাড়ে মোহামেডান দল। অপর ম্যাচে হোঁচট খেয়েছে বসুন্ধরা কিংস। বসুন্ধরা কিংস অ্যারেনায় ফর্টিস এফসির বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে মোহামেডান ও পুলিশ এফসির ম্যাচে নাটকীয়তা জমে উঠে। ৯ মিনিটে গোল করে চমক দেন পুলিশের ইসা ফয়সাল। তবে ম্যাচে ফিরতে দুই মিনিটের বেশি সময় নেয়নি মোহামেডান। বোয়েটাংয়ের গোলে ১-১ সমতায় ফেরে তারা। ৩০ মিনিটে আবার এগিয়ে যায় পুলিশ এফসি। তাদের পক্ষে গোল করেন দানিলো কুইপাপার।

তবে বিরতির পর খেলতে নেমে আবার ঘুরে দাঁড়ায় মোহামেডান। ৪৭ মিনিটেও ঘানার ফরোয়ার্ড বোয়েটাংয়ের গোলেই ম্যাচে ২-২ সমতায় ফেরে সাদা-কালো জার্সিধারীরা। এরপর ৭৩ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করে মোহামেডানকে ৩-২ গোলে এগিয়ে দেন বোয়েটাং। শেষ পর্যন্ত এই স্কোর ধরে রেখে জয়ের আনন্দে মেতে উঠে মোহামেডান।

দিনের অন্য ম্যাচে ঘরের মাঠে ফেডারেশনের কাপের শুরুতেই বড় ধাক্কা খেল কিংস। ফর্টিসের বিপক্ষে তাদের আক্রমণভাগের ব্যর্থতা স্পষ্ট ফুটে উঠে। খেলার প্রথমার্ধ গোলশূন্য ভাবে শেষ হয়। বিরতির পর রাকিবের ক্রস থেকে বল পেয়ে প্লেসিং শটে গোল করেন ডরিয়েলটন গোমেজ। ১-০ গোলে এগিয়ে যাওয়ার পর আরো সুযোগ তৈরি করেছিল কিংস। কিন্তু ব্যর্থ হয়েছে তারা।

৫৪ মিনিটে ইমানুয়েল সানডের নেওয়া কোনাকুনি শট ফিরিয়ে দেন ফর্টিসের নেপালি গোলকিপার সুজান পেরেরা। এরপর ফয়সাল আহমেদ ফাহিমের শট পোস্টে লেগে ফিরে আসে। জটলা থেকে গোল করতে পারেননি রাফায়েল অগাস্ত। ৮৫ মিনিটে কপাল পুড়ে কিংসের। তারিক কাজীর আত্মঘাতী গোলে ম্যাচে ১-১ সমতায় ফেরে ফর্টিস। এই গোলে পয়েন্ট হারায় টুর্নামেন্ট ফেভারিট বসুন্ধরা কিংস।

ভারতে খেলতে না গেলে বিশ্বকাপ থেকে ‘আউট’ বাংলাদেশ

চলছে আইসিসির বোর্ড মিটিং, বাংলাদেশ-ভারত দ্বন্দ্বের সমাধান আজ

ক্রিকেটে বাংলাদেশকে নিষিদ্ধ করতে পিটিশন, খারিজ করে দিল দিল্লির হাইকোর্ট

বাংলাদেশের সমর্থনে আইসিসিকে চিঠি পাঠাল পিসিবি

গুরুত্বপূর্ণ লড়াইয়ে বার্সা-লিভারপুল-বায়ার্ন

টিভির পর্দায় ভারত-নিউজিল্যান্ড প্রথম টি-টোয়েন্টিসহ আরও যত খেলা

বিশ্বকাপ প্রশ্নে উত্তরহীন লিটন

বৃষ্টিতে ভাসল যুবাদের ম্যাচ

ফাইনালে ‘বিসিবির’ দল চট্টগ্রাম

হাই ভোল্টেজ ম্যাচের তারা খালেদ