হোম > খেলা

বড় জয়ে সিরিজে এগিয়ে গেল ভারত

স্পোর্টস ডেস্ক

সিরিজের প্রথম দুই ম্যাচে হয়েছে রান বন্যা। কিন্তু ধর্মশাকায় পৌছাতেই বদলে গেল ম্যাচের পিচ, বদলে গেল রং। তবে বদলায়নি ভারতের জয়ের ধারাবাহিকতা। তাতে পাঁচ ম্যাচ সিরিজের তৃতীয় ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকাকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল ভারত।

ধর্মশালায় টস হেরে ব্যাট করতে নেমে ভারতীয়দের বোলিং তোপে ১১৭ রান পর্যন্ত যেতে পারে প্রোটিয়ারা। যার কৃতিত্ব এইডেন মার্করামের (৬১)। এই সংগ্রহ ভারতের বিপক্ষে টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় সর্বনিম্ন স্কোর। এছাড়া আরও দুজন দুই অংকের ঘরে রান করেন- দোনোভান ফেরেইরা (২০) ও হেনরিখ নরকিয়া (১২)।

বল হাতে দারুণ এক কীর্তিতে নাম লেখান হার্দিক পান্ডিয়া। দুটি উইকেট নিয়ে টি-টোয়েন্টিতে শততম উইকেট পূর্ণ করেন তিনি। এ ছাড়া দুটি করে উইকেট নেন হার্ষিত রানা, বরুণ চক্রবর্তী ও কুলদীপ যাদব।

১১৭ রান তাড়া করতে নেমে সহজেই গন্তব্যে পৌছে যায় ভারত। অভিষেক শর্মা ও শুভমান গিলের জুটিতে ওঠে ৬০ রানে। অভিষেক ৩৫ রানে আউট হন। গিল করেন ২৮। সূর্যকুমার যাদব ১২। শেষের পথে পাড়ি দেন তিলক ভার্মা ও শিভাম দুবে। দুজনের অবিচ্ছিন্ন জুটিতেই জয় বন্দরে পৌঁছে যায় ভারত।

সংক্ষিপ্ত স্কোর:

দক্ষিণ আফ্রিকা: ২০ ওভারে ১১৭ (মার্করাম ৬১, ফেরেইরা নরকিয়া ১২; ভারুন ২/১১ আর্শদিপ ২/১৩)।
ভারত: ১৫.৫ ওভারে ১২০/৩ (অভিষেক ৩৫, গিল ২৮, তিলাক ২৬*; এনগিডি ১/২৩, ইয়ানসেন ১/২৪)।
ফল: ভারত ৭ উইকেটে জয়ী।
সিরিজ: ৫ ম্যাচের সিরিজে ভারত ২-১ ব্যবধানে এগিয়ে।
ম্যান অব দা ম্যাচ: আর্শদিপ সিং।

টিভিতে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে বাংলাদেশ-নেপাল ম্যাচ

হালান্ডের জোড়া গোলে জিতল সিটি

আত্মঘাতী গোলে আর্সেনালের নাটকীয় জয়

বয়কট-ওয়াকওভারে প্রথম বিভাগ লিগ শুরু

ভারতের কাছে হারল পাকিস্তান

ক্রিকেটারদের আটকে রাখায় তামিমের প্রতিবাদ

হংকংয়ে হবিগঞ্জের রাকিব ও গাউছের ব্রোঞ্জ জয়

কুর্মিটোলায় অ্যামেচার গলফ, শিরোপার স্বপ্ন বাংলাদেশের

ঢাকায় শোয়েব আখতার

কলকাতার কাণ্ড পেরিয়ে হায়দরাবাদ-মুম্বাইয়ে ‘মেসি উৎসব’