কক্সবাজারে ৬ উইকেটে ২৭০ রান নিয়ে দ্বিতীয় দিনশুরু করা চট্টগ্রামের প্রথম ইনিংস থামে ৩৫০ রানে। জিল্লুর রহমান বিজয়ের ১১৩ ও ইয়াসির আলী রাব্বির ৭৭ রানে ভর করে এই সংগ্রহ পায় চট্টগ্রাম। প্রথম ইনিংসে ৩৫০ রানের জবাবে খেলতে নেমে হাসান মাহমুদের ফাইফারে ভর করে মাত্র ১২৬ রানে গুটিয়ে যায় রংপুরের ইনিংস। পরে ফলোঅন করিয়ে রংপুরকে ফের ব্যাটিংয়ে পাঠায় চট্টগ্রাম। কোন উইকেট না হারিয়ে ৪ রান তুলে দিনশেষ করেছে রংপুর।
অন্যদিকে, সিলেটে রাজশাহীর বিপক্ষে দ্বিশতকের অপেক্ষায় আছেন স্বাগতিক ব্যাটার অমিত হাসান। রাজশাহীকে ২৩৬ রানে গুটিয়ে দিয়ে ব্যাটিংয়ে নামা সিলেট দ্বিতীয় দিনশেষ করেছে ৩ উইকেটে ৩৭০ রান তুলে। অমিত অপরাজিত আছেন ১৭২ রানে আর আসাদুল্লাহ আল গালিবের ব্যাটে এসেছে ১১১ রান।
সিলেটে দিনের আরেক ম্যাচে ময়মনসিংহের বিপক্ষে ২১৭ রানে অলআউট হয়েছে বরিশাল। ফজলে মাহমুদের ৯২ ছাড়া বরিশালের আর কেউ বড় স্কোর করতে পারেনি। তাতে ২১৭ রানে থামে তাদের ইনিংস। ময়মনসিংহের হয়ে আসাদুল্লাহ গালিব ৪৫ রানে নেন চার উইকেট।
খুলনায় স্বাগতিকদের বিপক্ষে ৫ উইকেটে ২৩৫ রান তুলে দ্বিতীয় দিনশেষ করেছে ঢাকা বিভাগ। ১ উইকেটে ৬৪ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করা ঢাকার হয়ে হাফ সেঞ্চুরি পেয়েছেন ফয়সাল আহমেদ ও জিসান আলম। খুলনার হয়ে দুইটি করে উইকেট নেন জিয়াউর রহমান ও আফিফ হোসেন।