বিশ্বভ্রমণের অংশ হিসেবে আজ সকালে ঢাকায় এসে পৌঁছেছে ২০২৬ ফিফা বিশ্বকাপের ট্রফি। সকালে বিশেষ বিমানে করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় ট্রফিটি। এই ট্রফির সঙ্গে এসেছেন ২০০২ সালে ব্রাজিলের হয়ে বিশ্বকাপজয়ী কিংবদন্তি মিডফিল্ডার গিলবার্তো সিলভা।
সোনালি রঙের ফিফা বিশ্বকাপ ট্রফিটি বিমানবন্দরে গ্রহণ করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল। এ সময় তার সঙ্গে ছিলেন বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া, বিডা চেয়ারম্যান আশিক চৌধুরী ও এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান।
ট্রফিটি নিয়ে আসা হয়েছে রাজধানীর হোটেল র্যাডিসন ব্লুতে। সেখানে কোকা-কোলার ‘আন্ডার দ্য ক্যাপ’ ক্যাম্পেইনের নির্দিষ্ট বিজয়ীরাই বিকেলে ট্রফি দেখার এবং ছবি তোলার সুযোগ পাবেন। বেলা ২টা থেকে ৪টা পর্যন্ত তারা বিশ্বকাপ ট্রফিটি সরাসরি দেখার সুযোগ পাবেন। তবে সাধারণ দর্শকদের জন্য ট্রফিটি উন্মুক্ত থাকছে না। ফিফা ট্রফিটি ঘিরে দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় সংক্ষিপ্ত আয়োজন রাখা হয়েছে। আগামী জুন ও জুলাইয়ে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় হবে ২০২৬ বিশ্বকাপ আসর।