এথেন্স হেলেনিক চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে বিশ্বরেকর্ড গড়ে রজার ফেদেরারকে পেছনে ফেললেন নোভাক জোকোভিচ। ইতালির লরেঞ্জো মুসেত্তিকে হারিয়ে ১০১তম ক্যারিয়ার ট্রফি জিতলেন সার্বিয়ান তারকা।
এই ট্রফি জয়ের মাধ্যমে রজার ফেদেরারকে টপকে বিশ্বরেকর্ড গড়েছেন জোকোভিচ। এটিপি এথেন্স শিরোপা ছিল তার হার্ডকোর্ট ক্যারিয়ারের ৭২তম।
পেছনে ফেলেছেন সুইস তারকার ৭১ শিরোপার রেকর্ড। বিশ্বের প্রথম খেলোয়াড় হিসেবে হার্ডকোর্টে ৭২তম শিরোপা জয়ের বিশ্বরেকর্ড গড়লেন সার্বিয়ান এ তারকা।