হোম > খেলা

পাকিস্তানের বিপক্ষে হেরে সিরিজ শুরু মেয়েদের

স্পোর্টস রিপোর্টার

টি-টোয়েন্টি সিরিজে শুরুটা ভালো হলো না বাংলাদেশের মেয়েদের। পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে হার দিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। পাঁচ ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে ১৩ রানে হেরেছে স্বাগতিকরা। ম্যাচে আগে ব্যাট করতে নেমে ১৯.৪ ওভারে ৮৮ রানে অলআউট হয় পাকিস্তান। জবাব দিতে নেমে ৭৫ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ।

কক্সবাজার একাডেমি মাঠে টস জিতে আগে ব্যাট করতে নেমে তেমন সুবিধা করতে পারেনি পাকিস্তান। নিয়মিত উইকেট হারিয়ে ১৯.৪ ওভারে ৮৮ রানে অলআউট হয়ে যায় সফরকারীরা। পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ ৪১ বলে সর্বোচ্চ ৩০ রান করেন ওপেনিংয়ে নামা অধিনায়ক ইমা নাসির। পাঁচে নেমে একটি করে চার-ছক্কায় ২৩ বলে ২২ রান করেন আরিশা আনসারি।

বাংলাদেশের পক্ষে ৪ ওভারে মাত্র ১৪ রান দিয়ে ২ উইকেট নেন জারিন তাসমিন লাবণ্য। এছাড়া ২টি শিকার ধরেন হাবিবা ইসলাম পিংকি।

রান তাড়ায় শুরু থেকেই উইকেট হারাতে থাকে বাংলাদেশ। তাতে মাত্র ২২ রানে ৪ উইকেট হারিয়ে ম্যাচ থেকে একরকম ছিটকেই যায় তারা। সেখান থেকে লড়াই করেন অরিত্রি নির্জনা মন্ডল (২০) ও সাদিয়া আক্তার (১৬)। শেষ দিকে ববি খাতুন ১৩ রান করলেও সেটা জয়ের জন্য যথেষ্ট ছিল না।

পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন শাহার বানু। ৪ ওভারে মাত্র ৫ রানে ২ উইকেট নেন রোজিনা আকরাম।

একই মাঠে শুক্রবার দ্বিতীয় টি-টোয়েন্টিতে লড়বে দুই দল।

ব্রিসবেনের গোলাপি টেস্টে হট ফেভারিট অস্ট্রেলিয়া

ফুটসাল দলে সাবিনা, কৃষ্ণারা

হামজাদের ম্যাচ থেকে আয় ৪ কোটি টাকা

মেক্সিকোর স্টেডিয়ামের আশপাশ যেন নীরব ‘মৃত্যুপুরী’

বোলারদের দাপটের মঞ্চে এগিয়ে নিউজিল্যান্ড

সিলেটের সহজ জয়, বরিশালের হার

হাল্যান্ডের গোলের সেঞ্চুরিতে রোমাঞ্চকর জয় ম্যানসিটির

অ্যাটলেটিকোকে হারিয়ে শীর্ষস্থান পোক্ত করল বার্সা

শতভাগ ফিট হলেই বিশ্বকাপ দলে জায়গা পাবে নেইমার-ভিনি: আনচেলত্তি

বিসিবি নয়, ক্লাব চাইলে লিগ হবে, সংগঠকদের হুমকি