সিডনি টেস্ট
সিডনি টেস্টে তৃতীয় দিন পর্যন্ত লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছিল। তবে চতুর্থ দিন শেষে শঙ্কায় আছে ইংল্যান্ড। তারা দ্বিতীয় ইনিংসে ৩০২ রান তুলে দিন শেষ করলেও উইকেট হারিয়েছে ৮টি! পঞ্চম দিন সকালে বাকি ২ উইকেট হাতে নিয়ে লড়তে না পারলে হারের সম্ভাবনাই বেশি। লিড যে মাত্র ১১৩ রানের! ক্রিজে আছেন সেঞ্চুরি তুলে নেওয়া জ্যাকব বেথেল (১৪২) ও ম্যাথু পটস। টেস্টের গতিপ্রকৃতি যেদিকে যাচ্ছে, তাতে আগামীকাল পঞ্চম ও শেষ দিনে অস্ট্রেলিয়ার জয় তুলে নেওয়ার সম্ভাবনাই বেশি।
চতুর্থ দিনের শুরুটা ভালো ছিল ইংল্যান্ডের। ৭ উইকেটে ৫১৮ রানে তৃতীয় দিন শেষ করা অস্ট্রেলিয়াকে গতকাল সকালে মাত্র ৪৯ রান তুলতে দিয়েছে ইংলিশ বোলাররা। অজিরা ৯.৫ ওভারের মধ্যে হারিয়েছে ৩ উইকেট। অলআউট হয় ৫৬৭ রানে। ১৮৩ রানে পিছিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ভালোই জবাব দিচ্ছিল ইংল্যান্ড। ৫১ ওভারে বেন স্টোকসের দলের স্কোর ছিল ৩ উইকেটে ২১৯ রান। কিন্তু ৫২তম ওভারে তিন বলের মধ্যে হ্যারি ব্রুক ও উইল জ্যাকসকে হারানোর পর পতন শুরু হয় ইংল্যান্ডের। যার শেষটা হয় ব্যাটিং ধসে। তারা শেষ ৫ উইকেট হারিয়েছে মাত্র ৮৩ রানে! এখন ক্রিজে আশার বাতি হয়ে আছেন বেথেল। ১৪২ রানের অসাধারণ এক ইনিংস খেলে চতুর্থ দিন পার করেন এই বাঁহাতি। আগামীকাল সকালের সেশনে খুব দ্রুত ইংল্যান্ডের বাকি ২ উইকেট নিতে পারলে সিডনি টেস্ট জেতাটা সহজ হয়ে যাবে অস্ট্রেলিয়ার জন্য।
দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ভালো শুরুর পরও বাউ ওয়েবস্টারের বলে ফিরে যান হ্যারি ব্রুক (৪২)। চোট পাওয়া ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস ব্যাটিংয়ে নামার সিদ্ধান্ত নেওয়ায় ব্রুকের পরই ক্রিজে আসেন উইল। এক বল ঠেকিয়েই তিনিও ফিরে যান। এর মধ্যে সেঞ্চুরির কাছাকাছি পৌঁছে যান বেন ডাকেটের সঙ্গে ৮২ ও ব্রুকের সঙ্গে ১০২ রানের জুটি গড়া বেথেল। ডাকেট আউট হন ৪২ রানে। বেথেল এরপর অন্যদের সঙ্গে জুটি গড়ার চেষ্টা করলেও কেউ তাকে সেভাবে সহায়তা করতে পারেননি। মাঝে ফিরে যান রুট (৬), স্টোকস (১৬) ও জেমি স্মিথ (২৬)।
সংক্ষিপ্ত স্কোর (চতুর্থ দিন শেষে)
ইংল্যান্ড : ৩৮৪ ও ৭৫ ওভারে ৩০২/৮ (বেথেল ১৪২*, ব্রুক ৪২, ডাকেট ৪২, স্মিথ ২৬, কার্স ১৬; ওয়েবস্টার ৩/৫১, বোল্যান্ড ২/৩৪, নেসার ১/৫৫)
অস্ট্রেলিয়া : ১৩৩.৫ ওভারে ৫৬৭ (স্মিথ ১৩৮, ওয়েবস্টার ৭১*, গ্রিন ৩৭, হেড ১৬৩; টাং ৩/৯৭, কার্স ৩/১৩০)।