শেষ হলো এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপ
শেষ হলো ২৪তম এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপ। এ প্রতিযোগিতায় ভারত ও দক্ষিণ কোরিয়ার বিপক্ষে লড়াই করে দুই ইভেন্টে দুটি পদক জিতেছে বাংলাদেশ। কম্পাউন্ড মিশ্র দলগত ইভেন্টে রুপা জিতেছেন হিমু বাছাড় ও বন্যা আক্তার। আর কম্পাউন্ড নারী এককে ব্রোঞ্জ জিতেছেন কুলসুম আক্তার মনি। এই তিন আর্চারের প্রত্যেককে ১০ লাখ করে টাকা দেওয়ার ঘোষণা দিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
আজ শুক্রবার বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে প্রতিযোগিতার পুরস্কার বিতরণী শেষে এই ঘোষণা দেন ক্রীড়া উপদেষ্টা। এ সময় তিনি বলেন, ‘অলিম্পিকে গোল্ড মেডেল পেতে হলে যাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন, তাদের মতো ফ্যাসিলিটিজ থাকতে হয়। সেক্ষেত্রে আমাদের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যে সক্ষমতা আছে, সেভাবেই আমরা তাদের সহযোগিতা করব।’
এবারের এশিয়ান চ্যাম্পিয়নশিপে ব্যক্তিগত ও দলীয় মিলিয়ে সবচেয়ে বেশি পদক জিতেছে ভারত। তারা ৬টি স্বর্ণ, ৩টি রৌপ্য ও ১টি ব্রোঞ্জ মিলিয়ে ১০টি পদক জিতেছে। দ্বিতীয় অবস্থানে দক্ষিণ কোরিয়া। ২টি স্বর্ণ, ৪টি করে রৌপ্য ও ব্রোঞ্জ পদক জিতেছে তারা।
এশিয়ান আর্চারি ফেডারেশনের নবনির্বাচিত সভাপতি এবং ২৪তম এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপসের লোকাল অর্গানাইজিং কমিটির চেয়ারম্যান কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল বলেন, ‘এশিয়ান আর্চারির সভাপতি পদে আমার বিজয় এবং আমাদের ছেলেমেয়েদের পদক অর্জনÑসব মিলিয়ে আমরা সবাই উচ্ছ্বসিত। যদিও ব্রোঞ্জ পদকÑএটা কুলসুমের জন্য বিশাল পাওয়া। একটা নতুন মেয়ে, প্রথম আন্তর্জাতিক ইভেন্টে, এত বড় আসরে প্রথম খেলতে নেমেছিল, পদক পেল, আমার মতে সে খুব ভালো ফল করেছে এবং তাকে সাধুবাদ দেওয়া উচিত।’
আর্চারি ফেডারেশনের সভাপতি ড. মোখলেসুর রহমান বলেন, ‘বাংলাদেশের অর্জনে (কাজী রাজীব উদ্দীন আহমেদ চপলের এশিয়ান আর্চারি ফেডারেশনের সভাপতি হওয়ায়) আমি গর্ব অনুভব করছি। নির্বাচনের মাধ্যমে চার বছরের জন্য এশিয়ান আর্চারি বাংলাদেশে লিডারশিপে এলো। ফলে এখানে আর্চার, জাজ বা অন্য যারা আছেন, আর্চারি সংশ্লিষ্ট, তাদের সবাইকে আমি হাসিমুখে দেখছি। হাসিমুখ দেখা বিরল, কিন্তু আমি এখানে সেটাই দেখছি।’