বার্সেলোনার তরুণ উইঙ্গার লামিনে ইয়ামাল ‘পিউবালজিয়া’ নামে পরিচিত একটি চোটে ভুগছেন। এই সমস্যাটি তার পারফরম্যান্সে বড় ধরনের প্রভাব ফেলছে। যে কারণে মাঠে তার সেরাটা পাওয়া যাচ্ছে না। সামনের দিনে ব্যথা না কমলে ভবিষ্যতে অস্ত্রোপচারের সিদ্ধান্তও নিতে হতে পারে।
তবে আপাতত বার্সেলোনা ও ইয়ামাল কেউ এখনই অস্ত্রোপচারের প্রয়োজনীয়তা দেখছেন না। ইতোমধ্যে বাইরের বিশেষজ্ঞরাও ইয়ামালের ইনজুরি পর্যালোচনা করেছেন, কিন্তু কেউই এখনই সার্জারির পরামর্শ দেননি।
পিউবালজিয়ার কারণে কুঁচকির আশপাশে স্থায়ী ব্যথা থাকে। এটি পেশির ইনজুরি না হলেও চটজলদি দিক পরিবর্তন বা গতি বাড়ানোর মতো গতি-নির্ভর খেলোয়াড়দের পারফরম্যান্সে বড় বাধা সৃষ্টি করে। যা ইয়ামালের ক্ষেত্রেও স্পষ্ট হয়ে উঠেছে।
এল ক্লাসিকোয় রিয়াল মাদ্রিদের বিপক্ষে বার্সেলোনার সাম্প্রতিক পরাজয়ের ম্যাচে তিনি ছিলেন নিস্তেজ, বারবার ব্যথার কারণে সতর্কভাবে খেলতে দেখা গেছে তাকে।