হোম > খেলা

সমতায় শেষ যুবাদের ওয়ানডে সিরিজ

প্রতিপক্ষ আফগানিস্তান

স্পোর্টস রিপোর্টার

অধিনায়ক খেললেন অধিনায়কের মতোই। আজিজুল হাকিম উপহার দিলেন দাপুটে এক সেঞ্চুরি। তার অধিনায়কোচিত জাদুকরী তিন অঙ্কের ইনিংসের সুবাদেই দাপুটে এক জয় ছিনিয়ে নিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। রোমাঞ্চকর ম্যাচে আফগান যুবাদের দুই উইকেটে হারিয়েছে লাল-সবুজ প্রতিনিধিরা। সিরিজের পঞ্চম ও শেষ যুব ওয়ানডেতে চমৎকার জয়টি এসেছে ২৫ বল হাতে রেখেই। এ জয়ে পাঁচ ম্যাচের যুব ওয়ানডে সিরিজ ২-২ সমতায় শেষ করল বাংলাদেশের ছেলেরা। সিরিজের দ্বিতীয় ম্যাচটি অবশ্য ভেসে গিয়েছিল বৃষ্টিতে।

লক্ষ্যটা ছিল চ্যালেঞ্জিং। ২০৯ রানের টার্গেট ছুঁতে ১১৮ বলে ১০০ রানের অসাধারণ এক ইনিংস উপহার দেন আজিজুল হাকিম। তার দুর্দান্ত ইনিংসটি সাজানো ছিল সাত বাউন্ডারি ও তিন ছক্কার মারে। তার সঙ্গে রিজান হোসেন ২৭ ও ফরিদ হাসান ২৩ রান এনে দেন। তাতে জয়ের ভিতটা গড়া হয়ে যায়। ১৭ রানে অপরাজিত থেকে জয় ছিনিয়ে নেওয়ার বাকি আনুষ্ঠানিকতা সারেন শাহরিয়া আল-আমিন। আট উইকেট হারিয়ে ২১১ রান তুলে জয়ের বন্দরে নোঙর করে দেশের যুবারা। আফগানদের হয়ে চার উইকেট পান ওয়াহিদুল্লাহ জাদরান।

তার আগে রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে আট উইকেট হারিয়ে ২০৮ রানের বিশাল পুঁজি গড়ে আফগানিস্তান। ফিফটি হাঁকান ওপেনার ওসমান সাদাত (৬৮)। ক্যাপ্টেন মাহবুব খান ৪০ আর উজাইরুল্লাহ নিয়াজাই ৩২ রান যোগ করেন দলীয় স্কোরে।

সংক্ষিপ্ত স্কোর

আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল : ২০৮/৮, ৫০ ওভার (ওসমান ৬৮, উজাইরউল্লাহ ৩২, মাহবুব ৪০, আজিজউল্লাহ ১৯, নাজিফউল্লাহ ১৩; সাদ ১০-৩-৩৮-১, শাহরিয়া ১০-০-৫৪-১, সামিউন ২/৩৩ ও সাদ ১/৩৮)।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল : ২১১/৮, ৪৫.৫ ওভার (আজিজুল ১০০, কালাম ১৫, রিজান ২৭, ফরিদ ২৩, শাহরিয়া ১৭*; সালাম ২/৩৯, ওয়াহিদুল্লাহ ৪/২৫ ও উজাইরুল্লাহ ২/৪১)।

ফল : বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ২ উইকেটে জয়ী।

সিরিজ : পাঁচ ম‍্যাচের সিরিজ শেষ ২-২ সমতায়।

ম‍্যাচসেরা : আজিজুল হাকিম।

বিকেএসপিতে যুবদের আত্মরক্ষামূলক মৌলিক প্রশিক্ষণ প্রকল্পের উদ্বোধন

অধিনায়ক শান্তর ‘নতুন’ শুরু, কোচ আশরাফুলের অভিষেক এবং মুশফিক নটআউট ৯৯

জাহানারা ইস্যুতে বিসিবি সংশ্লিষ্টদের বাদ দিয়ে স্বাধীন তদন্ত কমিটি চান তামিম

ভায়োকানোর মাঠে হোঁচট রিয়ালের

দ্রুততম ফিফটির বিশ্বরেকর্ড

ফেদেরারকে টপকে জোকোভিচের বিশ্বরেকর্ড

হৃৎপিন্ডে জটিলতা নিয়ে ফারুক আহমেদ হাসপাতালে

সৌম্য-নাঈমের সেঞ্চুরি মিস, তানভীরের ফাইফার

আর্সেনালের হোঁচট, চেলসির জয়

পাকিস্তানের হকি খেলোয়াড়রা ঢাকায়