হোম > খেলা

৯ জানুয়ারি থেকে জাতীয় টেবিল টেনিস প্রতিযোগিতা শুরু

স্পোর্টস রিপোর্টার

আগামী ৯ জানুয়ারি থেকে শুরু হচ্ছে জাতীয় টেবিল টেনিস প্রতিযোগিতা। এর আগে ৩০ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি পর্যন্ত ৭ দিন ব্যাপী শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে এই প্রতিযোগিতার ঘোষণা থাকলেও খেলোয়াড়দের প্র্যাকটিসের ভেন‍্যুর সীমাবদ্ধতার কথা চিন্তা করে টুর্ণামেন্ট পিছিয়ে দেয়া হয়েছে। কারণ একই ভেন‍্যুতে ডিসেম্বরের মাঝামাঝি সময়ে আন্তর্জাতিক ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

তারিখ ৯ দিন পেছানোর পাশাপশি এবার টুর্ণামেন্ট শুরু হচ্ছে অনূর্ধ্ব-৯, ১১, ১৩, ১৫ এবং ১৭ বালক এবং বালিকাদের সিঙ্গেলস র‍্যাংকিং টুর্ণামেন্টের মাধ্যমে। প্রতিযোগিতার প্রথম ২ দিন তথা ৯ এবং ১০ জানুয়ারি বালক-বালিকাদের কেবল সিংগেলস র‍্যাংকিং অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, অনূর্ধ্ব ১৯ এর নীচে বাংলাদেশের জাতীয় কোন র‍্যাংকিং নেই।

১১ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত ৮ দিন অনূর্ধ্ব ১৯ বালক-বালিকা এবং সিনিয়র পুরুষ- মহিলাদের মধ্যে বহুল আকাঙ্খিত সর্বমোট ১৪ টি ইভেন্টে খেলা অনুষ্ঠিত হবে। এর মধ্যে সিনিয়র ক্যাটাগরিতে ৭টি ইভেন্ট এবং জুনিয়র (অনূর্ধ্ব ১৯) ক্যাটাগরিতে ৭টি ইভেন্ট। এগুলো হলো: (১) পুরুষ দলগত (২) পুরুষ একক (৩) পুরুষ দ্বৈত (৪) মহিলা দলগত (৫) মহিলা একক (৬) মহিলা দ্বৈত (৭) মিশ্র দ্বৈত। জুনিয়র (অনূর্ধ্ব ১৯) ক্যাটাগরিতে বালক ও বালিকা বিভাগের মধ্যে (অনূর্ধ্ব-১৯) (৮) বালক একক (৯) বালক দ্বৈত (১০) বালক দলগত (১১) বালিকা একক (১২) বালিকা দ্বৈত (১৩) বালিকা দলগত এবং (১৪) মিশ্র দ্বৈত।

জাতীয় টেবিল টেনিস প্রতিযোগিতায় বালক বিভাগের শীর্ষ ৮ জন খেলোয়াড় সিনিয়র ক্যাটাগরিতে পুরুষদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পাবে। বালিকাদের ক্ষেত্রে নির্দিষ্ট সংখ্যার কোন সীমাবদ্ধতা নেই - অর্থাৎ যেকোনো বয়সী বালিকারা সিনিয়র ক্যাটেগরিতে খেলার সুযোগ পাবে।

জোড়া লাল কার্ড, চোট আর রিয়ালের দুঃস্বপ্নের হার

এমবাপ্পে-হালান্ড লড়াইয়ে চমক সেনেগাল

টিভিতে উলভারহ্যাম্পটন-ম্যানইউ ম্যাচসহ আরও যত খেলা

বিপিএলে সিলেটের হয়ে খেলবেন সাইম আইয়ুব

‘বিদ্রোহী’দের ছাড়াই মাঠে গড়াবে ঢাকা লিগ

দুই ফাইফার ও সেঞ্চুরির দিন

অভিষেকেই উজ্জ্বল মোস্তাফিজ

দুবাই সফরে বাংলাদেশ আরচারি দল

বার্সা-পিএসজির উৎসবের রাতে লিভারপুলের হতাশা

সিরিজ জিতল বাংলাদেশের মেয়েরা