বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে বড় জয় পেয়েছে নেদারল্যান্ডস ও ক্রোয়েশিয়া। ফিনল্যান্ডকে এক হালি গোলে উড়িয়ে দিয়ে ৪-০ ব্যবধানে জিতেছে নেদারল্যান্ডস। জিব্রাল্টারের বিপক্ষেও ৩-০ গোলের বড় ব্যবধানে জিতেছে ক্রোয়েশিয়া। রবার্ট লেভানডোভস্কির গোলে লিথুনিয়াকে ২-০ গোলে পরাজিত করেছে পোল্যান্ড।
ম্যাচের শুরু থেকেই দাপট দেখিয়ে ম্যাচের অষ্টম মিনিটেই ডনিয়েল মালেনের গোলে এগিয়ে যায় নেদারল্যান্ডস। ১৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ভার্জিল ফন ডাইক। ৩৮ মিনিটে মেম্ফাই দেপাই ও ৮৪ মিনিটে ব্যবধান ৪-০ করেন কোডি গাকপো। অন্য ম্যাচে জিব্রাল্টার বিপক্ষে ৩-০ ব্যবধানের জয়ে ক্রোয়েশিয়ার হয়ে গোল করেন টনি ফ্রুক, লুকা সুচিক আর মার্টিন এরলিক।
জয় পেয়েছে স্কটল্যান্ডও। বেলারুশকে ২-১ গোলে পরাজিত করে ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিতের আশা টিকিয়ে রেখেছে স্কটিশরা। জয় পেয়েছে ডেনমার্কও। তারা ৩-১ গোলে হারিয়েছে গ্রিসকে। গোল ব্যবধানে টেবিলে ডেনমার্ক শীর্ষে রয়েছে। চেক প্রজাতন্ত্রকে ২-১ গোলে পরাজিত করেছে ফারো আইসল্যান্ড। ৭ ম্যাচে চার জয়ে দ্বিতীয় স্থানে থাকা চেকদের তুলনায় ফারো আইসল্যান্ড মাত্র এক পয়েন্ট পিছিয়ে তৃতীয় স্থানে রয়েছে।