পেশাদার ফুটবল থেকে অবসর নেওয়ার ঘোষণা দিলেন গোলরক্ষক আশরাফুল ইসলাম রানা। আগামীকাল প্রিমিয়ার লিগে মোহামেডানের বিপক্ষে ব্রাদার্স ইউনিয়নের ম্যাচের পর পেশাদার ফুটবলে আর তাকে দেখা যাবে না। আজ গণমাধ্যমকে গোলরক্ষক রানা বলেন, ‘মোহামেডানের বিপক্ষে ম্যাচ দিয়েই অবসরের ঘোষণা দিচ্ছি। এটা আসলে সব ধরনের ফুটবল থেকেই অবসর নেওয়া। আমার আসলে পরিকল্পনাই ছিল, ২০২৫ সাল পর্যন্ত ক্লাব ফুটবল চালিয়ে যাব। আমার মনে হচ্ছে, ফুটবল ছেড়ে দেওয়ার এখনই সঠিক সময়।’ জাতীয় দলের হয়ে ২৫টি ম্যাচ খেলেছেন রানা।
সবশেষ ২০২১ সালে নেপালের বিপক্ষে ম্যাচ খেলেন ৩৭ বছর বয়সি এই ফুটবলার। এর আগে ঘরোয়া ফুটবলে বাংলাদেশ সেনাবাহিনী, মোহামেডান, চট্টগ্রাম আবাহনী, সাইফ স্পোর্টিং ক্লাব, শেখ রাসেল ক্রীড়া চক্র ক্লাবের হয়ে খেলেছেন তিনি। রানা বলেন, ‘আমার পরিকল্পনাই ছিল এ বছর অবসর নেওয়ার। ব্রাদার্সের হয়ে যেমন খেলছিলাম, আমি খুশি ছিলাম।’
তিনি আরো বলেন, ‘জাতীয় দল থেকে ২০২৩ সালেই অবসর নিতে চেয়েছিলাম। হ্যাভিয়ের কাবরেরা (কোচ) বিষয়টি জানতেন। তাকে বলেছিলাম, স্কোয়াডে থাকতেই আমি বিদায় নেব। ওই সময় জিকোরা ভালো করছিল, আমিও ভেবেছিলাম তরুণরা আসুক। আমি বিদায় নেই। কিন্তু তখন কাবরেরা আমার সঙ্গে একমত হননি। এরপর যে কোনো কারণেই হোক জাতীয় দল থেকে আমাকে বাদ দেওয়া হয়েছে। যেটা আমার জন্য দুর্ভাগ্যজনক। ওই সময় যদি মাঠ থেকে জাতীয় দলকে বিদায় জানাতে পারতাম, তাহলে আমার জন্য ভালো হতো।’