হোম > খেলা

সৌদি প্রো লিগ বিশ্বের সেরা ৫ লিগের একটি

মনে করেন রোনালদো

স্পোর্টস ডেস্ক

আল নাসেরে যোগদানের পর থেকেই বিভিন্ন সময় সৌদি প্রো লিগের ভূয়সী প্রশংসা করেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এবার আরও একবার মধ্যপ্রাচ্যের লিগটির প্রশংসায় পঞ্চমুখ হলেন পর্তুগিজ তারকা। তার মতে, এই মুহূর্তে সৌদি প্রো লিগে বিশ্বের সেরা ৫ লিগের একটি।

সম্প্রতি আল নাসেরের সঙ্গে নতুনকরে ২ বছরের চুক্তি করেছেন রোনালদো। চুক্তির পর সৌদি প্রো লিগসহ আরও কিছু বিষয় নিয়ে খোলামেলা কথা বলেছেন পাঁচবারের ব্যালনি ডি’অর জয়ী।

আল নাসেরের সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া একটি ভিডিওতে রোনালদো বলেন, ‘সৌদি প্রো লিগ প্রতিনিয়ত উন্নতি করে যাচ্ছে। আমি মনে করি, এই লিগটি এখনই বিশ্বের সেরা পাঁচের মধ্যে আছে। আমার মনে হয় সামনের দিনগুলোতে লিগটি আরও উন্নতি করবে। আমাদের উন্নতি করার আরও জায়গা আছে। দিনের পর দিন সৌদি প্রো লিগ সামনের দিকে এগিয়ে যাচ্ছে- গত দুই বছরে আমরা সেটা প্রমাণ করে দেখিয়েছি।’

এক সময় ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ ও জুভেন্টাসের হয়ে খেলা এই ফরওয়ার্ড আরও বলেন, ‘সৌদি প্রো লিগ বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ। কেবল তারাই বলবে এই লিগ শীর্ষ পাঁচে নেই, যারা কখনও ফুটবল খেলেনি বা যারা ফুটবল বোঝে না। এই কথা আমি বিশ্বাস করি। কেবল তারাই আমার কথা বুঝতে পারবে যারা এই লিগে খেলে।’

আল নাসেরের হয়ে অধরা শিরোপা জিততে মুখিয়ে আছেন রোনালদো, ‘আমি সব সময়ই আল নাসেরের হয়ে চ্যাম্পিয়ন হতে চাই। এখনও তেমন ইচ্ছা পুষে রেখেছি। সৌদি আরবে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে নতুনকরে চুক্তি করেছি।’

৮ গোলের থ্রিলারে ম্যানইউয়ের হোঁচট

রানাতুঙ্গার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

বিজয় দিবসে মুশফিকুর-শরিফুলদের শুভেচ্ছা

৯ কোটি ২০ লাখে কলকাতা নাইট রাইডার্সে মোস্তাফিজ

মেসি-কাণ্ডে অব্যাহতি চাইলেন কলকাতার ক্রীড়ামন্ত্রী

নারীদের বর্ষসেরা সাবালেঙ্কা

অবৈধ বোর্ড, পদত্যাগ ও নতুন নির্বাচনের দাবি সংগঠকদের

সিরিজ ফয়সালার লড়াইয়ে নামছে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড

যুব বিশ্বকাপের খেলা দেখবেন টিভিতে

১০ ম্যাচের মধ্যে হলো মোটে তিন ম্যাচ!