কলকাতার ইডেন গার্ডেনে দিনটি ছিল জাসপ্রিত বুমরাহর। বল হাতে একাই জ্বললেন। ভারতীয় এ পেসার যেন বল নয়, ছুড়লেন আগুনের গোলা। তার দাগানো তোপ সামলাতেই হিমশিম খেয়েছে দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানরা। বুমরাহর ফাইফারের প্রাপ্তির দিনে বোলিংয়ে দাপট দেখিয়ে প্রথম টেস্টের প্রথম দিন নিজেদের করে নিয়েছে শুভমান গিলের দল। ভারতীয় পেস ঝড়ে প্রোটিয়ারা প্রথম ইনিংসে বিধ্বস্ত হয়েছে ১৫৯ রানে।
ব্যাটিং বিপর্যয়ের দিনে দক্ষিণ আফ্রিকার জার্সিতে ব্যক্তিগত সর্বোচ্চ ৩১ রান করেন ওপেনার এইডেন মার্করাম। উইয়ান মুল্ডার ও টনি ডি জর্জি সমান ২৪ রান করে যোগ করেন দলীয় স্কোরে। আর ২৩ রান এনে দেন রায়ান রিকেলটন। ক্ষুরধার বোলিংয়ে বুমরাহ ২৭ রান দিয়ে ৫ উইকেট নিয়েছেন। আর দুটি করে উইকেট পেয়েছেন মোহাম্মদ সিরাজ ও কুলদীপ যাদব।
তবে প্রথম দিনের শেষ দিকে ব্যাট হাতে নেমে স্বস্তিতে নেই ভারতও। দলীয় ১৮ রানে হারিয়েছে তারা যশস্বী জয়সওয়ালের উইকেট। তারকা এ ওপেনারের ব্যাট থেকে এসেছে মাত্র ১২ রান। দিন শেষে স্বাগতিকরা ১ উইকেট হারিয়ে তুলেছে ৩৭ রান। একমাত্র উইকেটটি গেছে মার্কো জানসেনের পকেটে। ভারত রয়েছে ১২২ রানে পিছিয়ে।
সংক্ষিপ্ত স্কোর
দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংস : ১৫৯/১০, ৫৫ ওভার (মার্করাম ৩১, মুল্ডার ২৪, জর্জি ২৪, রিকেলটন ২৩; বুমরাহ ৫/২৭, কুলদীপ ২/৩৬ ও সিরাজ ২/৪৭)।
ভারত প্রথম ইনিংস : ৩৭/১, ২০ ওভার (রাহুল ১৩ ব্যাটিং, জয়সওয়াল ১২, ওয়াশিংটন ৬ ব্যাটিং; জানসেন ১/১১)।
* প্রথম দিন শেষে