সিরিজের প্রথম ম্যাচ শ্রীলঙ্কা জিতেছিল। কলম্বোর খেত্তারামায় পরের ম্যাচে দারুণ দাপুটে ভঙ্গিতে রান তাড়া করে সিরিজে সমতা আনে ইংল্যান্ড। কলম্বোতে তৃতীয় এবং শেষ ম্যাচে ৫৩ রানে জিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ এ জিতল ইংল্যান্ড।
পাওয়ার প্লেতে ১ উইকেট হারিয়ে মাত্র ৪০ রান তুলল ইংল্যান্ড। কিন্তু সত্যিকারের পাওয়ার তো তারা দেখাল ইনিংসের শেষ পাওয়ার প্লেতে। শেষ আট ওভারে ইংল্যান্ড ব্যাটিং করল পুরোদস্তুর টি-টেন স্টাইলে! এই সময় রান তুলল ১২৪! এই রানের আবার ৯৮ রানই হ্যারি ব্রুকের। নিজের খেলা শেষ ৩২ বলে এই ৯৮ রান তুলেন ইংল্যান্ডের ওয়ানডে অধিনায়ক। শেষ পর্যন্ত মাত্র ৬৬ বল খেলে অপরাজিত রইলেন ১৩৬ রানে। মাত্র ৫৭ বলে নিজের সেঞ্চুরি পুরো করেন ব্রুক। তার আগে জো রুটও মাতেন সেঞ্চুরির আনন্দে। ১০৮ বলে তার রান ১১১। দুজনের সেঞ্চুরির উৎসবে ইংল্যান্ড ম্যাচ জয়ের মতো সঞ্চয় পায়। ওয়ানডেতে এটি জো রুটের ২০তম সেঞ্চুরি।
এই দুইয়ের সেঞ্চুরি এবং জ্যাকব বেথেলের ৬৫ রানের হাফসেঞ্চুরির সুবাদে সিরিজের শেষ ওয়ানডেতে ইংল্যান্ড ৩৫৭ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায়।পাওয়ার প্লেতে ১ উইকেট হারিয়ে মাত্র ৪০ রান তুলল ইংল্যান্ড। কিন্তু সত্যিকারের পাওয়ার তো তারা দেখাল ইনিংসের শেষ পাওয়ার প্লেতে। শেষ আট ওভারে ইংল্যান্ড ব্যাটিং করল পুরোদস্তুর টি-টেন স্টাইলে! এই সময় রান তুলল ১২৪! এই রানের আবার ৯৮ রানই হ্যারি ব্রুকের। নিজের খেলা শেষ ৩২ বলে এই ৯৮ রান তুলেন ইংল্যান্ডের ওয়ানডে অধিনায়ক। শেষ পর্যন্ত মাত্র ৬৬ বল খেলে অপরাজিত রইলেন ১৩৬ রানে। মাত্র ৫৭ বলে নিজের সেঞ্চুরি পুরো করেন ব্রুক। তার আগে জো রুটও মাতেন সেঞ্চুরির আনন্দে। ১০৮ বলে তার রান ১১১। দুজনের সেঞ্চুরির উৎসবে ইংল্যান্ড ম্যাচ জয়ের মতো সঞ্চয় পায়। ওয়ানডেতে এটি জো রুটের ২০তম সেঞ্চুরি। এই দুইয়ের সেঞ্চুরি এবং জ্যাকব বেথেলের ৬৫ রানের হাফসেঞ্চুরির সুবাদে সিরিজের শেষ ওয়ানডেতে ইংল্যান্ড ৩৫৭ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায়।
তবে এই বিশাল রান তাড়ায় শ্রীলঙ্কার নেমে সেঞ্চুরি হাঁকালেন পবন রত্নায়েকে। তার ১২১ রানের দারুণ এক ইনিংসের সঙ্গে ফিফটি আদায় করেন ওপেনার পাথুম নিশাঙ্কা (৫০)। তারপরও সবকটি উইকেট হারিয়েও ৩০৪ রানের বেশি তুলতে পারেনি স্বাগতিক লঙ্কানরা।