আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দ্বৈত নাগরিকত্ব নিয়ে সৃষ্ট জটিলতার বড় অংশই নিষ্পত্তি করেছে নির্বাচন কমিশন। রিটার্নিং কর্মকর্তাদের বাতিল করা প্রার্থীদের মধ্যে অধিকাংশই আপিলে প্রার্থিতা ফিরে পেয়েছেন। দ্বৈত নাগরিকত্ব সংক্রান্ত ২৭টি মামলার মধ্যে ২৪ জনকে বৈধ ঘোষণা করা হয়েছে, দুজনের প্রার্থিতা বাতিল হয়েছে এবং একজনের সিদ্ধান্ত পেন্ডিং রয়েছে। আইনজীবীদের মতামতের ভিত্তিতে কমিশন নাগরিকত্ব ত্যাগের আবেদন, হলফনামা ও ফি জমার প্রমাণ আমলে নেয়। তবে কমিশনের এই নমনীয়তা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে এবং এক ভোটার সাংবিধানিক ও সুপ্রিম কোর্টের রায় লঙ্ঘনের অভিযোগ তুলে সিইসির কাছে আবেদন করেছেন।